পৌষালী সেনগুপ্ত, নিউজ ডেস্ক করোনা আবহ থেকে মুক্তি মেলার পর মানুষ বিভিন্ন স্থান পর্যটনে বেরিয়ে পড়ছেন। কিন্তু বেড়াতে গিয়ে দুর্ঘটনার মুখোমুখি হল একদল পর্যটক। সোমবার সকালে ঝাড়খন্ডের দেওঘরে ভয়াবহ রোপওয়ে দুর্ঘটনা।শেষ পাওয়া খবর অনুযায়ী এই ঘটনায় ৩ পর্যটকের মৃত্যু হয়। যাদের মধ্যে ২ জন মহিলা রয়েছেন বলে জানা গিয়েছে। ট্রলিতে আটকে রয়েছেন ৪৮ জন।এই পর্যটকদের মধ্যে বেশ কিছু পশ্চিমবঙ্গের পর্যটকও আছেন বলে জানা গেছে। পর্যটকদের কাছে খুব পছন্দের পর্যটন কেন্দ্র গুলির মধ্যে অন্যতম দেওঘর। সেই দেওঘরে বেড়াতে গিয়ে বিপদের মুখোমুখি হলেন পর্যটকেরা। দেওঘরের ত্রিকূট পাহাড়ে এই দুর্ঘটনাটি ঘটে। এই সময় অনেকেই ত্রিকূট পাহাড়ে দর্শনের জন্য যান। পাহাড়ি এলাকায় যাওয়ার জন্য রোপওয়ে ব্যবহার করা হয়। তাতেই যাচ্ছিলেন পর্যটকরা। মাঝপথে একটি রোপওয়ে ভেঙে পড়ে। ঘটনায় তিন পর্যটকের মৃত্যু হয়েছে। আহত আরও অন্তত ৮ জন। আহতদের উদ্ধার করে জেলার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অনেকের চোট গুরুতর বলেই জানা গিয়েছে। শোনা যাচ্ছে, সেই সময় রোপওয়ে দিয়ে প্রায় একশো যাত্রী যাতায়াত করছিলেন। সোমবার সকাল পর্যন্ত অন্তত ৪৮ জনের আটকে থাকার খবর পাওয়া গিয়েছে। যাঁদের মধ্যে নাকি পশ্চিমবঙ্গের মালদা জেলার কিছু বাসিন্দা রয়েছে। প্রথমে স্থানীয়রাই উদ্ধার কাজ শুরু করেন। খবর পেয়েই ঘটনা স্থলে আসে পুলিশ ও প্রশাসনের কর্তাব্যক্তিরা। পরিস্থিতির গুরুত্ব বুঝে আসে সেনাও। সেনা ও প্যারা মিলিটারি ফোর্সের তত্ত্বাবধানেই সকাল থেকে শুরু হয়ে উদ্ধারকাজ। ইতিমধ্যেই একাধিক পর্যটককে উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধার করার কাজ চলছে। মনে করা হচ্ছে, অল্প সময়ের মধ্যেই সকলকে উদ্ধার করা সম্ভব হবে।
Facebook
Instagram
Twitter

Rplus is most proud of how its work impacts the real world and how it is using its powerful reach to campaign for and with the people of Bengal.
Recent News
- ভারতীয় দলের কোচ কি থাকবেন ইগর স্টিম্যাচ, খোলসা হয়ে যাবে আগামি কয়েক দিনের মধ্যেই
- যুবভারতীতে মোহনবাগান দলের ম্যাচ থাকলে মাঠে ঢোকা যাবে টিফো, ড্রাম, ফ্ল্যাগ, নিয়ে
- বৃহস্পিতবার এশিয়াডে নক আউট রাউন্ডের ম্যাচে খেলতে নামছে ভারতীয় ফুটবল দল
- এশিয়ান গেমসে সোনা জিতে বাংলায় ফিরলেন রিচা ঘোষ
- সিরিজে তৃতীয় এবং অন্তিম ম্যাচে দলে এসেছেন বিরাট, রোহিত, হার্দিক