সুচারু মিত্র, সাংবাদিক ঃ বঙ্গ বিজেপির গণতন্ত্র বাঁচাও কর্মসূচি নিয়ে শুক্রবার রাজ্য বিজেপির বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল, আগামী মে মাসের 2 তারিখ সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানী রাসমণি পর্যন্ত মহা মিছিল. সেই মিছিলের নেতৃত্ব কারা থাকবেন, মিছিলে স্লোগান কি হবে, তা নিয়েই শুক্রবার বিস্তারিত আলোচনা হয় বিজেপির রাজ্য সদর দপ্তরে। যদিও সেই মিটিংয়ে ডাকা হয়নি বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষকে আর তা নিয়ে ফের আদি এবং নতুনের দ্বন্দ্ব চরমে।
এমনিতেই বিকাশ ভবন অভিযানে যা আশা করা হয়েছিল সেই জমায়েত হয় নি, তার ওপর দুই তারিখের কর্মসূচির আগেই অনেক পুরানো নেতাকে বাদ দিয়েই বৈঠক, ফলে 2 তারিখ মিছিল আদৌ মহামিছিলে পরিণত হবে তো? প্রশ্ন বিজেপির অন্দরে। গোষ্ঠীদ্বন্দ্বে যদি এই পরিস্থিতি হয় তাহলে জেলা থেকে কর্মী সমর্থক আসবে কি করে, এই সব প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে গেরুয়া শিবিরে। খোদ দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়, 2 তারিখের মিছিলে উপস্থিত থাকবেন তো? তা নিয়েই এখন বিজেপির মধ্যে ধোঁয়াশা।