Date : 2024-04-24

আদালতের নির্দেশ কার্যকর না হওয়ায় রাজ্যের মুখ্যসচিব ও অর্থ সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল ইস্যু করলো হাইকোর্ট

ষষ্ঠী চট্টোপাধ্যায়, সাংবাদিক:-বার বার আদালতের নির্দেশে অমান্য কেন?রাজ্যের শীর্ষ আদালত যতবার নির্দেশ দিয়েছেন ততবার সেই নির্দেশ কার্যকর করা হয়নি বলে অভিযোগ মামলাকারির।এবার সেই সূত্রে রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্রিবেদী এবং অর্থ সচিব মনোজ পান্থের বিরুদ্ধে রুল ইস্যু করল হাইকোর্টের বিচারপতি শেখর ববি শারাফ।

চার বছরেও কেন আদালতের নির্দেশ কার্যকরী হলো না আদালত জানতে চান।হাইকোর্ট নির্দেশ দিয়েছিল নোবেল মিশন নামে একটি স্কুলকে সরকারি অনুমোদন দিতে হবে।
২০১৮ তে হাইকোর্টের বিচারপতি সমাপ্তি চ্যাটার্জি নির্দেশ দিয়েছিলেন, নোবেল মিশন স্কুলকে সরকারি অনুমোদন দেওয়ার। মামলার শুনানিতে রাজ্যের মাস এডুকেশন ডিপার্টমেন্ট অনুমোদন দিয়েছিল। কিন্তু অনুদান পাওয়াটা নির্ভর করবে ফিন্যান্স সেক্রেটারির অনুমোদনের ওপর।
২০১৮ সালেই বিচারপতি সমাপ্তি চ্যাটার্জী রাজ্যকে ৬ সপ্তাহ সময় দিয়েছিল অনুমতি দেওয়ার জন্য। কিন্তু সেই নির্দেশ কার্যকর হয়নি।
২০১৯ সালে আদালত অবমাননা মামলা দায়ের হয়। তারপর থেকে অনুমতি দেওয়া নিয়ে সময় গড়িয়ে যায়। আজ বিরক্ত হয়ে আদালত দুই শীর্ষ কর্তার বিরুদ্ধে রুল জারি করে।