Date : 2024-04-25

এক ধাক্কায় দাম কমল কোভিশিল্ড ও কোভ্যাকসিনের

সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিকঃ দাম কমল কোভিশিল্ড ও কোভ্যাকসিনের। সেরাম ইনস্টিটিউটের প্রধান আদর পুনাওয়ালা জানিয়েছেন কোভিশিল্ডের নয়া দাম ২২৫ টাকা। যা আগে ছিল ৬০০ টাকা। অন্যদিকে কোভ্যাকসিনেরও দাম হল ২২৫টাকা। এর দাম আগে ছিল ১২০০টাকা।

সেরাম ইন্সটিটিউট প্রধান আদর পুনাওয়ালার টুইটের ঘোষণা অনুযায়ী, এবার থেকে কোভিশিল্ডের নয়া দাম দাঁড়াল ২২৫ টাকা। আগে যার দাম ছিল ৬০০ টাকা। এ প্রসঙ্গে সেরাম কর্তা আদর জানিয়েছেন, কেন্দ্রের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দাম কমল ভারত বায়োটেকের কোভ্যাক্সিনেরও। এতদিন কোভ্যাক্সিনের দাম ছিল ১২০০ টাকা। বর্তমানে এই করোনা টিকার দাম হল ২২৫ টাকা। ভারত বায়োটেকের জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর সুচিত্রা এল্লা এই ঘোষণা করেন।

অন্যদিকে আগামীকাল রবিবার থেকে শুরু হচ্ছে দেশ জুড়ে শুরু হচ্ছে সমস্ত ১৮ ঊর্ধ্বদের বুস্টার ডোজের টিকাকরণ। এত দিন অবধি ষাটোর্ধ্ব ব্যক্তিরাই শুধু বুস্টার ডোজ বা প্রিকশনা ডোজ পেতেন এবার সবাই এই টিকা পাবেন

তবে এই প্রসঙ্গে উল্লেখ্য বুস্টার শুধু বেসরকারি ভাবেই আপাতত পাওয়া যাবে। সরকারি ক্ষেত্রে এই টিকা মিলতে আরও কিছুটা সময় লাগবে।