Date : 2024-04-22

কলকাতা লিগের প্রথম ডিভিশনে খেলার ছাড়পত্র পেল ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব ও বেলঘড়িয়ে অ্যাথলেটিক ক্লাব

মৈনাক মিত্র, সাংবাদিক ঃ কলকাতা লিগের প্রথম ডিভিশনে খেলার ছাড়পত্র পেল ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব একই সঙ্গে কলকাতা লিগের প্রথম ডিভিশনে খেলবে বেলঘড়িয়ে অ্যাথলেটিক ক্লাবও। মঙ্গলবার আইএফএ-র গভার্নিং বডির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবকে আইএফএর অনুমোদন দেওয়া হল। পয়লা বৈশাখেই বার পুজোর আয়োজন করে পথ চলা শুরু করে এই ক্লাব। এবার কলকাতা লিগে খেলবে বিধায়ক মদন মিত্রের ক্লাবও। বেলঘরিয়া অ্যাথলেটিক ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক কামারহাটির বিধায়ক মদন মিত্র। ডায়মন্ড হারবার ফুট঵ল ক্লাব ও বেলঘরিয়া অ্যাথলেটিক ক্লাব ছাড়াও অল ইন্ডিয়া এয়ারলাইন্স রিক্রিকেয়শন ক্লাব এবং বেঙ্গল ফুটবল অ্যাকাডেমির দলকেও ছাড়পত্র দেওয়া হয়।

আগেই ডায়মন্ড হারবার ক্লাবের লোগো উদ্বোধনে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তাঁদের লক্ষ্য স্রেফ কলকাতা লিগই নয়। আগামী দিনে আইএসএলেও খেলতে চলেছেন তাঁরা। সেই পথেই হাঁটা শুরু করতে প্রয়োজন ছিল আইএফএ-র অনুমোদন। সেই অনুমোদনই এদিন পেয়ে গেল ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব, বেলঘড়িয়া অ্যাথলেটিক ক্লাব। কলকাতা লিগের পাঁচটি ডিভিশনে খেলার জন্য মোট 14টি দলকে খেলার ছাড়পত্র দেওয়া হল। মঙ্গলবার আইএফএ-র গভার্নিং বডির বৈঠকেই নতুন কোষাধ্যক্ষ নির্বাচিত হন অনির্বাণ দত্ত।