Date : 2024-04-25

গরুপাচার কাণ্ডে গ্রেফতার বিএসএফ কমান্ডান্ট সতীশ কুমার

রিমা দত্ত, নিউজ ডেস্কঃ গরু পাচার কাণ্ডে নয়া দিল্লি থেকে অভিযুক্ত বিএসএফ কমান্ডান্ট সতীশ কুমারকে গ্রেপ্তার করল ইডি । বৃহস্পতিবার দিল্লিতে তাঁকে প্রায় আট ঘণ্টা জেরা করেন তদন্তকারীরা। তারপরই গ্রেপ্তার করা হয় সতীশকে।

ইডি সূত্রে খবর, শুক্রবার গভীর রাত পর্যন্ত গরু পাচার নিয়ে সতীশ কুমারকে জেরা করেন ইডির আধিকারিকরা। অভিযোগ, পাচারকারীদের থেকে প্রায় ১২ কোটি টাকা নেন ওই বিএসএফ আধিকারিক। সেই বিষয়েই প্রশ্ন করা হয় তাঁকে। তদন্তকারীদের দাবি, সতীশ কুমারের বয়ানে প্রচুর অসঙ্গতি রয়েছে যা সন্দেহের উদ্রেক করে। তাই তদন্তের স্বার্থে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আরও জানা যায়, এদিন দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে তোলা হবে গরু পাচার মামলায় অন্যতম অভিযুক্ত সতীশ কুমারকে। তাঁকে আরও জেরা করার জন্য হেফাজতে চাইবে ইডি বলে খবর। ২০১৮ সালে বিএসএফের কমাডান্ট টমাস জিবু ম্যাথু কোচি থেকে ৪৯ লক্ষ টাকা-সহ ধরা পড়েন। এরপরেই এনামুলের গরু পাচার সিন্ডিকেটের তথ্য সিবিআইয়ের সামনে আসে। তারপর সিবিআই জানতে পারে এই চক্রে সতীশকুমার-সহ বেশ কয়েক জন অফিসার এবং প্রভাবশালীরা জড়িয়ে আছেন।