Date : 2024-03-28

গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে বিজেপির বৈঠক, ২০ এপ্রিল বিজেপির দেউচাপাচামি অভিযান।

সুচার মিত্র, সাংবাদিক:-লাগাতার গোষ্ঠীদ্বন্দ্বে অস্বস্তিতে বঙ্গ বিজেপি আদি নব্যের লড়াই দলের মধ্যে অব্যাহত, আর এই পরিস্থিতির মাঝেই লড়াই আন্দোলনের রাস্তায় থাকতে হবে বিজেপিকে,আর তাই দেউচা পাচামি নিয়ে আন্দোলনে নামতে চলেছে বিজেপি, আগামী ২০ শে এপ্রিল, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী,যুব মোর্চা সদস্যসহ বিজেপি বিধায়করা যেতে চলেছেন দেওচাপাচামি, আজ রাজ্যদফতরে সুকান্ত মজুমদারের উপস্থিতিতে হয় বিশেষ বৈঠক, সেই বৈঠকে একদিকে বিক্ষুব্ধদের কিভাবে বোঝানো হবে তা নিয়ে যেমন আলোচনা হয়, একইসঙ্গে আলোচনা হয় দেউচাপাচামির কর্মসূচি নিয়ে। ঐদিন যদি পুলিশ রাস্তায় আটকে দেয় তাহলে রাস্তায় বসে পড়ে আন্দোলন কর্মসূচি করবে বিজেপি নেতৃত্ব। অন্যদিকে গৌরী শঙ্কর ঘোষ, শঙ্কর ঘোষের, মতো বিধায়করা যারা বিক্ষুব্ধ হয়ে হোয়াটস অ্যাপ গ্রুপ ছাড়ছেন তাদের নিয়ে দলের শৃঙ্খলা রক্ষা কমিটি কি ব্যবস্থা নেবে তা নিয়ে এদিন দীর্ঘ আলোচনা হয় মুরলীধর সেন লেনের বৈঠকে।

অন্যদিকে গোষ্ঠীদ্বন্দ্বের মাঝে ফের রাজ্য নেতৃত্বের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা এবং বিজেপির দাপুটে নেতা সৌমিত্র খাঁ‌। দলের শীর্ষ নেতৃত্বের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে মন্তব্যে, এবার বিপাকে পড়েছে রাজ্য বিজেপি।