Date : 2024-04-18

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের সঙ্গে ভিয়ারিয়ালও

চ্যাম্পিয়ন্স লিগের সেমি ফাইনালে পৌঁছে গেল রিয়াল মাদ্রিদ। চেলসির বিপক্ষে হারলেও গোল পার্থক্যের নিরিখে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল পর্ব পেড়িয়ে শেষ চারে পৌঁছে গেল কার্লো আনসেলোত্তির রিয়াল। ম্যাচে 3-0 গোলে এগিয়ে গেছিল চেলসি৤ তবে এরপর রিয়ালের হয়ে একটি গোল করে তাঁদের লড়াইয়ে রাখেন ভিনিসিয়ায় জুনিয়র। 90 মিনিট শেষে দুই লেগের বিচারে কোনও দল এগিয়ে না থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সম… সেখানেই রিয়াল মাদ্রিদের হয়ে বহু কাঙ্খিত গোলটি করেন রিয়াল মাদ্রিদের ফরাসি স্ট্রাইকার করিম বেঞ্জিম… ম্যাচ হারলেও দলের খেলায় যথেষ্ট খুশি চেলসি কোচ থমাশ টুচেল। গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে যেতে হল। 15 মিনিটেই চেলসিকে এগিয়ে দিয়েছিলেন ম্যাসন মাউন্ট। দুরন্ত শটে বল জালে বড়িয়ে দেন ব্লুজদের এই মিডফিল্ডার। 51 মিনিটে রুডিগের গোল করে চেলসির হয়ে ব্যবধান বাড়ান এরপর আলোন্সোর একটি গোল অফসাইডের জন্য বাতিল হলেও চেলসির আক্রমন থেমে থাকেনি। 75 মিনিটে টিমো ওয়ের্নার গোল করে চেলসিকে এগিয়েই দিয়েছিলেন। তবে শেষমেষ ভিনিসিয়াস জুনিয়ারের একটি গোলই কার্যত চেলসি সব লড়াইয়ে জল ঢেলে দেয় গোটা ম্যাচে দাপিয়ে খেলেন মদ্রিচ এবং বেঞ্জিমা।

চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেল বায়ার্ন মিউনিখ। সকলকে হতবাক করেই জার্মান জায়ান্টদের চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে দিল ভিয়ারিয়াল। প্রথম লেগে ভিয়ারিয়াল এগিয়ে ছিল। 1 গোলের ব্যবধান দিয়ে দ্বিতীয় লেগে খেলতে নেমেছিল স্প্যানিশ জায়ান্ট কিলার ভিয়ারিয়াল। জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন অবশ্য ম্যাচের শুরু থেকেই আক্রমনাত্মক ভঙ্গিতে খেলতে থাক। ফলও হাতে নাতে পায় মুলার, লেওনডোস্কিরা। প্রথমার্ধ গোলশূণ্য থাকলেও 52 মিনিটে পোলিশ তারকা স্ট্রাইকার রবার্ট লেওনডোস্কি গোল করে বায়ার্ন মিউনিখকে এগিয়ে দেনবরবার্ট লেওনডোস্কির গোলের পর হঠাত্ যেন কেমন ছন্নছাড়া হয়ে যায় বায়ার্ন মিউনিখ। এক গোলে এগিয়ে থাকায় ম্যাচ অতিরিক্ত সময় নিয়ে যাওয়ার চেষ্টা করে জার্মান বায়ার্ন। সেখানেই ঘটে বিপত্তি। 88 মিনিটে ভিয়ারিয়াল সমতায় ফেরে। সেই সঙ্গে সঙ্গেই বায়ার্নদের সেমি ফাইনালে যাওয়ার স্বপ্ন প্রশ্নের মুখে পড়ে যায়। স্যামুয়েল চুকউজে 88 মিনিটে গোল করে ভিয়ারিয়ালকে অক্সিজেন দেন। সেই সঙ্গেই কোয়ার্টার ফাইনালেই বায়ার্নের বিদায় ঘন্টা বাজিয়ে দেয় স্প্যানিশ ক্লাবটি। গোটা ম্যাচে অবশ্য দাপিয়ে খেলে বায়ার্ন। 23টি শট নিয়েছিল বায়ার্ন। বল পজিশন 68 শতাংশ ছিল বায়ার্নেরবতবে গোল পার্থক্যে এগিয়ে থেকে সেমিতে গেল ভিয়ারিয়াল।