Date : 2024-04-20

তৃনমূল নেতা খুনের মামলায় সিবিআই তদন্তের নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ

ষষ্ঠী চট্টোপাধ্যায়, সাংবাদিক:- তৃণমূল নেতা ভাদু শেখ খুনের ঘটনায় মামলাকারিদের আবেদনই সিলমোহর দিলেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্ত ও বিচারপতি রাজর্ষি ভারদ্বাজের ডিভিশন বেঞ্চ।শুক্রবার সিবিআই-এর হাতে তদন্তভার তুলে দিল কলকাতা হাইকোর্ট । আদালত জানিয়েছে, রামপুরহাটের বগটুুই হত্যাকাণ্ডের পাশাপাশি এবার তৃণমূল উপ প্রধান ভাদু শেখের খুনেরও তদন্ত করবে সিবিআই।প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে, ভাদু শেখের খুন ও বগটুই হত্যাকাণ্ডের ঘটনার মধ্যে পারস্পরিক সম্পর্ক রয়েছে। ভাদু শেখ খুনের তদন্তভার হাতে নিতে আপত্তি নেই বলে এর আগে জানিয়েছিল সিবিআই।

এতদিন এই হত্যাকাণ্ডের তদন্ত করছিল রাজ্য পুলিশই।পাশাপাশি বগটুই হত্যাকাণ্ড ও ভাদু শেখ খুন দুই তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট আগামী ২ মে-র মধ্যে আদালতে পেশ করার জন্য সিবিআইকে নির্দেশ দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের।বগটুই কাণ্ডে যাঁরা জনস্বার্থ মামলা করেছিলেন, তাঁদের আইনজীবীদের পক্ষ থেকেই ভাদু শেখের খুনের ঘটনার তদন্তের ভারও সিবিআই-এর হাতে দেওযার আবেদন করা হয়েছিল। তাঁদের যুক্তি ছিল, ভাদু শেখের খুনের জেরেই বগটুই গ্রামের অগ্নিকাণ্ড এবং জীবন্ত দগ্ধ করার ঘটনা ঘটেছে।
প্রসঙ্গত ২১ মার্চ রাতে প্রথমে বগটুই গ্রামের কাছেই দুষ্কৃতী হামলায় খুন হন তৃণমূলের উপপ্রধান ভাদু শেখ। এর পরেই বগটুই গ্রামের বেশ কয়েকটি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। যে ঘটনায় ৯ জনের মৃত্যু হয়।

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে বগটুই অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তে কলকাতা হাইকোর্টে স্টেটাস রিপোর্ট জমা দেয় সিবিআই। তখনই সিবিআই-এর তরফে আদালতকে জানানো হয়, আদালত নির্দেশ দিলে তবেই তারা ভাদু শেখ খুনেরও তদন্ত করবে।