Date : 2024-04-23

দিল্লিতে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা

রিমিতা রায়, নিউজ ডেস্ক : করোনা সংক্রমণ কমায় বিধি নিষেধ তুলে নেয় স্বরাষ্ট্র মন্ত্রক। তবে দূরত্ব বিধি মানা ও মাস্ক পরায় বাধ্যতামূলক করা হয়। এই নির্দেশিকা জারির কিছুদিন পরই দিল্লিতে মাস্ক পরায় কড়াকড়ি উঠে যায়। ভাইরাসের সংক্রমণের গতি কমে যাওয়ায় এমনই সিদ্ধান্ত নেয় সরকার। তবে ফের ভাইরাস নিয়ে চিন্তায় দিল্লি প্রশাসন।কারণ ধাপে ধাপে করোনা সংক্রমণ বাড়ছে রাজধানী দিল্লিতে। দেশে যেখানে সংক্রমণ গত কয়েকদিনে ১০০০-এর নিচে নেমে এসেছিল সেখানে সবাই স্বস্তির নিশ্বাস ফেলেছিল। সেই পরিথিতিতে আতঙ্ক ছড়াচ্ছে রাজধানীতে ক্রমবর্ধনমান দৈনিক সংক্রমণের হার। বহু স্কুল বন্ধের পথে । অনলাইন ক্লাস বন্ধ করে ফের অফলাইনে ক্লাসে ফিরে গিয়েছে বহু স্কুল। কারণস্কুলে শিশুদের মধ্যেও ছড়িয়ে পড়ছে করোনা। এই আবহে প্রশ্ন উঠছে, তবে কি দিল্লিতে আবারও করোনা বিধি শক্ত হতে চলেছে? এরকমই সংক্রমণ বাড়তে থাকলে ফের একবার দিল্লিতে মাস্ক বাধ্যতামূলক করার কথা ভাবতে চলেছে কর্তৃপক্ষ। এর আগে কেন্দ্রের তরফে বিপর্যয় মোকাবিলা আইন প্রত্যাহার করা হলে ১ এপ্রিল থেকে দিল্লিতে মাস্ক পরার বিধিনিষেধ শিথিল করা হয়। তবে এরপর আচমকাই বাড়ছে সংক্রমণের হার।সিবিএসই টার্ম-২ বোর্ড পরীক্ষা মে মাসে শুরু হওয়ার কথা। কিন্তু এই ভাবে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেলে তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সংক্রমণের গতি মে মাসে আরও ভয়ঙ্কর রূপ নিতে পারে বলে মনে করছেন বিশেজ্ঞদের একাংশ।