Date : 2024-04-25

নবান্নে মোহনবাগান কর্তারা, তাঁবু উদ্বোধনের আর্জি মুখ্যমন্ত্রীকে

মৈনাক মিত্র, সাংবাদিক ঃ নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন মোহনবাগানের সচিব দেবাশিস দত্ত এবং সহ সভাপতি কুণাল ঘোষ। মোহনবাগান ক্লাবে তাঁবু সংস্কারের পর তা উদ্বোধনের জন্য মুখ্যমন্ত্রীর কাছে দরবার করেন দুই কর্তা। সূত্রের খবর, তাদের আমন্ত্রন গ্রহন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রীর হাতে অমর একাদশের স্মারকও তুলে দেন তাঁরা। তাবু সংস্কার হোক বা পরিকাঠামো উদ্বোধন, কলকাতার তিন প্রধানকে বারংবার অর্থ সাহায্য করেছে রাজ্য সরকার। আগেও মোহনবাগানে নতুন করে ফ্লাডলাইট তৈরির জন্য টাকা দিয়েছিল রাজ্য সরকার। তাই তাঁবু উদ্বোধনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ জানালেন সবুজ মেরুন কর্তারা।

এই সাক্ষাতের অবশ্য আলাদা একটা গুরুত্বও দেখছে ক্রীড়ামহল।ইতিমধ্যেই তৃণমূলের রাজ্য সাধারন সম্পাদক কুণাল ঘোষ, মোহনবাগান ক্লাবের সহ সভাপতি পদ অলঙ্কিত করেছেন। পদে বসেই,মোহনবাগান নামের আগে থেকে এটিকের নাম সরানোরও আর্জি জানিয়েছেন তিনি। নবনির্বাচিত সচিব দেবাশিস দত্ত নিজেও সেই দাবিতে সায় জানিয়েছেন। তবে সঞ্জিব গোয়েঙ্কাকে বুঝিয়ে এটিকের নাম সরানো হয়ত সহজ কাজ নয়। তাই ময়দানে জল্পনা তুঙ্গে, ক্রীড়াপ্রেমী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে পরবর্তীকালে এই ইস্যুতে নবান্নে আসার পথও খোলা রাখলেন মোহনবাগান কর্তারা।