Date : 2024-04-23

পেট্রপণ্যের গ্রাফ উর্ধ্বমুখী

পৌষালী সেনগুপ্ত, নিউজ ডেস্ক : পাঁচ রাজ্যের ভোটের ফল বের হওয়ার পর থেকেই উর্ধ্বমুখী পেট্রল, ডিজেলের গ্রাফ। লাগাতার জ্বালানির যন্ত্রণায় ভুগছেন মধ্যবিত্ত। সোমবার ফের দাম বেড়েছে পেট্রল ও ডিজেলের। এই নিয়ে ১৪ দিনে ১২ বার বাড়ল জ্বালানি মূল্য। গত দু’সপ্তাহের মধ্যে সব মিলিয়ে পেট্রলের দাম বাড়ল প্রায় ৯ টাকা। আর ডিজেলের দাম বেড়েছে প্রায় সাড়ে ৮ টাকা।কলকাতায় পেট্রলের দাম বেড়ে কলকাতায় লিটার পিছু পেট্রল হয়েছে ১১৩ টাকা ৪৫ পয়সা। শহরে এক লিটার ডিজেলের ৯৮ টাকা ২২ পয়সা। এর প্রভাব পড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিষ থেকে পরিবহন ব্যবস্থায়। মানুষের প্রায় নাভিঃশ্বাস ওঠার উপক্রম। কিন্তু কিছুতেই সেই গ্রাফের পতন হচ্ছে না। পেট্রল ডিজেলের দাম বৃদ্ধি পাওয়ায় তার প্রভাব পড়ছে পরিবরহনে সবচেয়ে বেশী ।

এর জেরেই জিনিষের দাম বাড়ছে। বাজারে কোনো জিনিষ কিনতে গেলে আজ যে দাম কাল সেই দামের ফারাক হয়ে যাচ্ছে অনেকখানি। ফলে বাড়তি কড়ি দিতে হচ্ছে । কিন্তু সেই অনুপাতে রোজগার তো আর বাড়ছে না। ফলে মানুষকে নিজেদের সাধ ও সাধ্যকে অনেকটাই বেঁধে ফলতে হচ্ছে। যতটা না নিলেই নয় ততটাই কেনাকাটা করছেন তাঁরা। এরই মধ্যে আবার দাম বাড়ছে ওষুধের।আবার প্রয়োজনীয় পথ্যেরই দাম বাড়ছে। ফলে খাদ্য ও পথ্য দুই মানুষের প্রয়োজন।লাগাতার এই দাম বৃদ্ধি তাই কপালে চিন্তার ভাঁজ ফেলছে সাধারণের। তবে এই নিয়ে কেন্দ্রের তরফে কোনো কিছুই বক্তব্য রাখা হয়নি। প্রতিটি রাজনৈতিক দলই দুষছেন কেন্দ্রকে। কিন্তু কেন্দ্রও নির্বিকার। পেট্রল যেমন বাড়ছে এবার সেঞ্চুরি হাঁকাতে চলেছে ডিজেলেও। ফলে সমস্যায় বাস মালিক থেকে যাত্রীরা। দাম এক রেখে বাস চলবেই বা কি করে। ফলে রাস্তায় বাসের সংখ্যাও ক্রমশই কমে যাচ্ছে।