Date : 2024-04-18

পয়লা বৈশাখেই পথ চলা শুরু ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের

পয়লা বৈশাখেই পথ চলা শুরু হল। বাংলার নতুন ক্লাব ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের।শুক্রবারই প্রকাশিত হয়ে গেল ডায়মন্ড

হারবার ফুটবল ক্লাবের লোগো। চিরাচরিত রীতি মেনে বার পুজোর দিনই ক্লাব উদ্বোধন করলেন ডায়মন্ড হারবার লোকসভা

কেন্দ্রের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর ইচ্ছেতেই ডানা মেলেছে এই ক্লাব। ২০১৯ সালে তিনি কথা দিয়েছিলেন

ডায়মন্ড হারবার বাসীকে, একটি ফুটবল ক্লাব উপহার দেবেন । সেই কথা রাখতেই পয়লা বৈশাখে নিজের হাতেবার পুজো

করলেন তৃণমূল সাংসদ। এরপর লোগো উদ্বোধনের পর দলের হোম এবং আওয়ে জার্সিও উদ্বোধন করেন অভিষেক

বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বাটানগর ক্লাব গ্রাউন্ডে জমকালো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যয়, রহিম

নবি থেকে কোচ মানস ভট্টাচার্য। ছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, রাজ্যসভার মুখপাত্র ডেরেক ও

ওব্রারায়েন, বিধায়ক অশোক দেব সহ বিশিষ্ট জনেরা। রাজনীতির রং ভুলে সকলকে ডায়মন্ড হার঵ার ফুটবল ক্লাবকে সমর্থনের

বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এবারের কলকাতা লিগের প্রথম ডিভিশনে খেলবেন ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। শুধুই ময়দানে দল নামানো নয়,

পেশাদারভাবে দল চালাতে যা করণীয় তাই করতে চলেছে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। নিজেদের যোগ্যতায় শুধু ইস্টবেঙ্গল,

মোহনবাগানের বিপক্ষে খেলা নয় আইএসএলেও পরবর্তীকালে যোগ্যতা অর্জন করতে চায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল।

ইতিমধ্যেই ট্রায়াল শেষ হয়েছে দলের। কলকাতার লিগের জন্য কয়েকদিনের মধ্যেই অনুশীলন শুরু করে দেবেন ফুটবলাররা।

নববর্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে পথ চলা শুরু হয়ে গেল ডায়মন্ড হারবার বাসির বহুকাঙ্খিত ফুটবল সমর্থকদের।