Date : 2024-03-29

বাজারে ভিড় কম, গরমে বাজারমুখী হচ্ছেন না ক্রেতারা

মাম্পি রায়, নিউজ ডেস্ক : কোভিড যা পারেনি, তা করে দেখাল তীব্র গরম। করোনা আবহে সতর্কতা সত্বেও কোভিডবিধি শিকেয় তুলে বাজারে ভিড় জমিয়েছিলেন ক্রেতারা। বর্তমানে তীব্র দাবদাহের জেরে একটু বেলা গড়ালেই কার্যত মাছি তাড়াচ্ছেন বিক্রেতারা। এমনই ছবি দেখা গেল মানিকতলা বাজারে।
 বৈশাখের শুরুতেই দাবদাহে পুড়ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ। খুব প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বেরনোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তারই প্রভাব পড়ল বাজারগুলিতে। অন্যান্য সময়ে বেলা 10টা থেকে 11টায় ক্রেতাদের ব্যাপক ভিড় দেখা যায় বাজারে। কিন্তু গরমের জেরে বুধবার ভিন্ন ছবি দেখা গেল মানিকতলা বাজারে। প্রচন্ড গরমে ক্রেতারা বাজারমুখী হচ্ছেন না বলে জানাচ্ছেন বিক্রেতারা। কয়েকদিন আগেও ব্যাপক হারে বেড়েছিল সমস্ত সবজি ও ফলের দাম। বর্তমানে সেই দাম অনেকটাই কমেছে বলে দাবি বিক্রেতাদের।
এক ঝলকে দেখে নেওয়া যাক বুধবার মানিকতলা বাজারে শাক সবজি ও ফলমূলের দাম-
মানিকতলা বাজারে সবজির দাম 
আলু – 22টাকা / কেজি
পেঁয়াজ – 18টাকা / কেজি
টমেটো – 40 টাকা / কেজি
ঝিঙে – 40টাকা / কেজি
গন্ধরাজ লেবু –  10টাকা / পিস
পটল – 40টাকা / কেজি
এঁচোড় – 50 টাকা / কেজি
ঢ্যাঁড়শ – 30 টাকা / কেজি
ধনেপাতা – 25 টাকা / আঁটি
বরবটি – 30 টাকা / কেজি
বেগুন – 80 টাকা / কেজি
ক্যাপসিকাম – 60 টাকা / কেজি

———-
প্রচন্ড গরমে ডিহাইড্রেশন থেকে বাঁচতে জলবিশিষ্ট ফল এবং সরবত খাওয়ার পরামর্শ দিচ্ছেন  চিকিৎসকরা।  এই পরিস্থিতিতে খাওয়া যেতে পারে লেবুর জল, কাঁচা আমের সরবতের পাশাপাশি শসা, তরমুজ এবং জামরুলের মতো ফল। একঝলকে দেখে নেওয়া যাক পাতিলেবু, কাঁচা আম, ফলের দাম।
মানিকতলা বাজারে ফলের দাম 
পাতি লেবু – 10টাকা / 4 পিস
কাঁচা আম – 40টাকা / কেজি
শসা – 30টাকা / কেজি
পেয়ারা – 80টাকা / কেজি
জামরুল – 100টাকা / কেজি
তরমুজ – 30 টাকা / কেজি
গরমের জেরে ক্রেতার দেখা প্রায় নেই। ফলে বিক্রি সেই অর্থে নেই বলেই জানাচ্ছেন বিক্রেতারা।