Date : 2024-03-29

বালিগঞ্জে উপনির্বাচন, বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ

রিমিতা রায়, নিউজ ডেস্ক বালিগঞ্জে উপনির্বাচনে বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ। সেন্ট লরেন্স স্কুলে কলকাতা পুলিশের সঙ্গে তর্কাতর্কিতে জড়ালেন বিজেপি প্রার্থী কেয়া ঘোষ। বেনিয়াপুকুরে কংগ্রেস প্রার্থী কামরুজ্জামান চৌধুরীর উপর হামলার অভিযোগ। সাউথ পয়েন্ট স্কুলে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুললেন ভোটারদের একাংশ।সেন্ট লরেন্স স্কুলে কলকাতা পুলিশের সঙ্গে তর্কাতর্কিতে জড়ালেন বালিগঞ্জের বিজেপি প্রার্থী কেয়া ঘোষ।সেখানে গিয়ে অভিযোগ তোলেন, বুথের ভিতরে পুলিশকর্মী বসে রয়েছেন। কেন বুথের ভিতরে কলকাতা পুলিশের কর্মী তা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন কেয়া। এর পরেই বুথের ভিতর থেকে পুলিশকর্মীকে বেরিয়ে যেতে দেখা যায়। বালিগঞ্জের বেনিয়াপুকুরে কংগ্রেস প্রার্থী কামরুজ্জামান চৌধুরীর উপর হামলার অভিযোগ। কংগ্রেস প্রার্থীর গাড়িতেও হামলা হয় বলে অভিযোগ। কেন্দ্রীয় বাহিনী নীরব দর্শকের ভূমিকায় ছিল বলে দাবি কংগ্রেস প্রার্থীর। নির্বাচন কমিশনে অভিযোগ জানান কামরুজ্জামান চৌধুরী।সাউথ পয়েন্ট স্কুলে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ ভোটারদের একাংশের। মোবাইল ফোন নিয়ে বুথে ঢোকা নিয়ে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়ান ভোটাররা।কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগে বহু ভোটার নাকি ফিরে গিয়েছেন। বাহিনীর বিরুদ্ধে সরব হয়ে একথা বলেন তৃণমূল কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়।বিশপ কলেজে ভুয়ো ভোটার দিয়ে ভোটদানের অভিযোগ। ধরার আগে বুথ থেকে পালিয়ে যান এক মহিলা। লোকসভা ভোট নয়, বিধানসভা ভোট নয়, উপনির্বাচনে ভুয়ো ভোটার ? এই প্রশ্নই উঠছে রাজনৈতিক মহলে। অন্যদিকে বালিগঞ্জে বেশ খোশমেজাজেই দেখা যায় তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়কে। দিনভর বালিগঞ্জে দেখা যায় বাবুল সুপ্রিয়কে। বেশ কয়েকটি এলাকায় বুথ পরিদর্শন শেষে দলীয় কার্যালয়ে জলযোগ সারেন তৃণমূল প্রার্থী।