Date : 2024-04-26

মালদহ গোপাল নগরে বিস্ফোরণের ঘটনায় NIA তদন্তের আবেদনে মামলা প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে

ষষ্ঠী চট্টোপাধ্যায়, সাংবাদিক:- মালদহ বিস্ফোরণের ঘটনায় কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের।
বীরভূমের জোড়া বিস্ফোরণের ঘটনায় চার বছর বাদে NIA দিয়ে তদন্তের নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি র ডিভিশন বেঞ্চ।তাহলে মালদহের কালিয়াচক থানার গোপালনগর এলাকার বিস্ফোরণের ঘটনায় কেন NIA দিয়ে তদন্ত করা যাবে না!আদালতে দৃষ্টি আকর্ষণে জানান মামলাকারি।

মঙ্গলবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্ত ও বিচারপতি রাজর্ষি ভারদ্বাজের ডিভিশন বেঞ্চে মামলাকারি আইনজীবী অরিজিৎ মজুমদার জানান মালদহ বোমা বিস্ফোরণের ঘটনায় NIA তদন্তের আর্জি। দায়ের জনস্বার্থ মামলা।

মামলার বয়ান অনুযায়ী গত রবিবার মালদহের কালিয়াচক থানার গোপালনগর এলাকার একটি আমবাগানে রোজকার মতো খেলা করছিল পাঁচ শিশু।বল ভেবে সেই বোমাগুলি নিয়ে শিশুরা খেলতে শুরু করে। ক্রিকেট বল ছুড়ে ক‍্যাচ ধরতে গিয়েই ঘটে দুর্ঘটনা। বিকট শব্দে আচমকাই বিস্ফোরণ হয়। সেই ঘটনায় পল্টু সাহা ,মিঠুন সাহা এবং আবদুর রাহানরা।সকলের বয়স ১০বছরের মধ্যে।আশঙ্কাজনক মালদহ মেডিক‍্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে।

এই ঘটনার খবর পাওয়া পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। বম্ব স্কোয়াডকে তলব করা হয়ে ছিল। চলতি সপ্তাহে মামলার শুনানি সম্ভাবনা।