Date : 2024-04-20

মাস্কের টুইটে জল্পনা

পৌষালী সেনগুপ্ত, নিউজ ডেস্ক : টুইটারের এবার কোকা কোলার দিকে নজর। মার্কিন ধনকুবের এলন মাস্ক নরম পানীয়ের সংস্থা কিনে নেওয়ার ইচ্ছে প্রকাশ করলেন। সঙ্গে জানালেন, কোকা কোলায় ফের কোকেন মেশাবেন। স্বাভাবিকভাবেই ধনকুবেরের এমন মন্তব্যে জোর চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।টুইটারে মাস্ক লেখেন, “এর পর আমি কোকা কোলা কিনব। আর কোকা কোলায় কোকেন মেশাব।” বিষয়টিকে কেউ কেউ নিছক মজা হিসেবেই দেখছেন। তবে নেটিজেনদের আরেকটি অংশ ব্যাপারটিকে মোটেও মজা হিসেবে দেখতে রাজি নন। ইতিহাস বলছে ২০১৭ সালে মজা করেই এলন টুইটারের দাম জানতে চেয়েছিলেন। তখনও তাঁকে নিয়ে ঠাট্টা করেছিল কয়েকজন। এর ঠিক ৫ বছরের মাথায় মোটা অংকের বিনিময়ে টুইটার কিনে নিলেন মাস্ক। কোকা কোলার ক্ষেত্রেও তেমন হবে না তো, উঠছে প্রশ্ন। যদিও নরম পানীয় সংস্থার দাম এলন মাস্কের বর্তমান সম্পত্তির কয়েক গুণ।

সম্প্রতি এলন মাস্ক আর জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারের পুরো শেয়ারটাই কিনে নেন। টুইটারের শেয়ার পিছু ৫৪.৪২ ডলার দিতে রাজি হন মাস্ক। ফলে গোটা টুইটারের মূল্য দাঁড়ায় ৪১ বিলিয়ন ডলার। ৪৩ বিলিয়নের বদলে টুইটারের মালিক হলেন মাস্ক।এবার সকলেই ভাবতে শুরু করেছে আগেও তাঁকে মজা করা হলেও তিনি কিনে নিয়েছেন টুইটার। এবার কোকা কোলার বিষয় জানতে চাইছেন তিনি। এবার বিষয়টি কোন দিকে যাবে তা নিয়ে রয়েছে সংশয়।তবে টুইটে বলা কোকা কোলায় কোকেন মেশাবেন এই কথায় অনেকেই ভীত। যদি সেই আশঙ্কাই সত্যিই হয় তাহলে কি হবে তা নিয়ে শঙ্কায় সকলে।যদিও টুইটারের হস্তান্তরের পরে সিইও পরাগ আগরওয়াল বলেন কিভাবে যারা কাজ করছেন তাঁরা এই বিষয়টি কিভাবে নেবেন। বা কিভাবে কাজ করবেন নতুন মালিকের সঙ্গে। যদিও কেনার পরেই মাস্ক জানান তিনি কোম্পানীর কর্মচারীদের সঙ্গে মিটিং করবেন। আগামী পথচলা কিভাবে হবে তা নিয়ে পর্যালোচনা করবেন। এবার এই টুইটারের ভবিষ্যত কোন দিকে যায় সেই দিকেই তাকিয়ে সকলে।