Date : 2024-04-26

যুব মোর্চার বিকাশ ভবন অভিযানে জলকামান, অভিযানে অনুপস্থিত শুভেন্দু অধিকারী।

সুচারু মিত্র, সাংবাদিক: ঘড়িতে তখন দুপুর তিনটে, সল্টলেকের করুণাময়ীতে বিজেপির যুব মোর্চার কর্মী-সমর্থকদের ভিড়। একে একে এলেন বিজেপি নেতারা, তেজস্বী সূর্য এবং সুকান্ত মজুমদার শুরু করলেন বিজেপির যুব মোর্চার বিকাশ ভবন অভিযান। মিছিল ফাস্ট ব্যারিকেড পেরিয়ে দ্বিতীয় ব্যারিকেডে পৌঁছতেই ধুন্ধুমার পরিস্থিতি। বিকাশ ভবনে ঢুকতে দেওয়া যাবে না বিজেপি কর্মীদের,কড়া নির্দেশ ছিল প্রশাসনের তরফে। তাই দ্বিতীয় ব্যারিকেড থেকে লাগাতার চলল জলকামান।

লাঠিচার্জ করতে হয়নি পুলিশকে। অন্যদিকে আজকের বিকাশ ভবন অভিযানে উপস্থিত থাকার কথা ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর, কিন্তু কেন এলেন না বিরোধী দলনেতা? উঠেছে প্রশ্ন। শিক্ষাক্ষেত্রে চাকরি চাই, এসএসসি সহ বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি মুক্ত হতে হবে প্রশাসনকে, দোষীদের শাস্তি দিতে হবে এই দাবিকে সামনে রেখেই বিজেপির বিকাশ ভবন অভিযান কিছুটা দানা বাঁধল। তবে এই অভিযান কে সম্পূর্ণ সফল বলা যাবে না। আশানুরূপ কর্মী জমায়েত হয় নি আজকের অভিযানে। তবে 2 তারিখ বিজেপির মহামিছিলের আগে আজকের অভিযান ছিল বিজেপির কাছে টেস্ট পরীক্ষার মতো। তবে স্বতঃস্ফূর্তভাবে বিজেপির রাজ্য কমিটির শীর্ষ নেতৃত্বের দেখা মিলল না আজকের অভিযানে।