Date : 2024-04-24

রবিবার বাংলার মাস্ট উইন ম্যাচ, প্রতিপক্ষ রাজস্থান

রবিবার রাজস্থানের বিপক্ষে সন্তোষ ট্রফির মরণ বাঁচন ম্যাচে নামছে বাংলা ফুটবল দলবমেঘালয়কে হারানোর পর সেমিফাইনালে যাওয়ার সুযোগ চলে এসেছে বাংলা দলের কাছে। বিকেল 4টের সময় বাংলার খেলা রয়েছে।8টার সময় রয়েছে মেঘালয়ের খেলাবতাই মেঘালয়কে কোনও সুযোগ না দিতে, রাজস্থানের বিপক্ষে জিততে মরিয়া রঞ্জন ভট্টাচার্যের ছেলেরা। ড্র হলে মেঘালয়ের দিকে তাকিয়ে থাকতে হবে বাংলাকে। তাই জয় ছাড়া কিছুই ভাবছে না ফার্দিন, মহিতোষ,তন্ময়রাব মেঘালয়ের বিপক্ষে 4-3 গোলে ম্যাচ জয়ের পর সেমিফাইনালের পথ কার্যত নিশ্চিত হয়ে গেছে বাংলার কাছে। শেষ ম্যাচে একটিও ম্যাচে না জেতা রাজস্থানের বিপক্ষে খেলতে নামছে রঞ্জন ভট্টাচার্যের বাংলা দল। যে ফুটবলটা মেঘালয়ের পাহাড়ি ছেলেদের বিপক্ষে খেলেছে বাংলা দল, তাতে মহিতোষ, ফার্দিনদের সাধুবাদ দিতেই হবে। গোটা 90 মিনিটে ধরে এই বাংলা দল দৌড়াচ্ছে, এটাই এবারের বঙ্গ ।বরিগেডের ইউএসপিব কেরলের ঘরের মাঠে হেরে গেলেও তাঁরা যে কোনও অংশেই হকচকিয়ে যায়নি, সেটা তন্ময়দের খেলা থেকেই পরিষ্কার। বাংলার দলের টিম ম্যানেজমেন্টও ফুটবলারদের সঙ্গে বন্ধুর মতো মিশে যেতে পেরেছেন।সজল বাগ, মনোতোষ চাকলাদারদের সব সময়ই খেলার চাপের মধ্যে থাকতে দিচ্ছেন না আইএফএ। বরং তাঁদের মানসিক দিক থেকে চাপহীন রাখতে সিনেমা দেখানো হচ্ছে। নিজের মতো করে সময় কাটাতে দেওয়া হচ্ছে। ফলে ফুটবলাররাও খোলামেলা মেজাজে মাঠে নামতে পারছেন। গ্রুপ লিগের খেলায় তবু সুযোগ থাকে, তবে নকআউটে সুযোগ পাওয়া যাবে না। তাই এখন থেকেই ফুটবলারদের দলের কোচ রঞ্জন ভট্টাচার্য বলে দিচ্ছেন শেষ তিন ম্যাচেই সিরিয়াস এবং ফোকাস থাকার জন্য। এখন দেখায় রবিবাসরিয় লড়াইয়ে বাংলা দল জিতে সেমিতে যেতে পারে কিনা।