Date : 2024-04-25

রাম নবমীতে জোর বিজেপির, নন্দীগ্রামে শুভেন্দু খড়্গপুরে দিলীপ অংশ নেবেন শোভাযাত্রা

সুচারু মিত্র ,রিপোর্টার :- করোনা আবহে বিগত ২ বছরে রাজ্যে সেভাবে পালন করা যায়নি রামনবমী, বিধিনিষেধ থাকার কারণে করা যায়নি শোভাযাত্রাও। আর বিধিনিষেধ উঠে যেতেই এবার ফের রামনবমীতে জোর বিশ্ব হিন্দু পরিষদের, ১০ ই এপ্রিল থেকে ১৬ ই এপ্রিল পর্যন্ত রাজ্যে রামনবমী উপলক্ষে শোভাযাত্রা হবে প্রায় এক হাজার। আর এবার রামনবমী পালনে বিশ্ব হিন্দু পরিষদকে সহযোগিতা করবে বিজেপি, ৪২ টি সাংগঠনিক জোনে ধুমধাম করে এক সপ্তাহ ধরে পালন করা হবে রামনবমী। বিজেপি শীর্ষ নেতারা অংশ‌ নেবেন শোভাযাত্রায়, নন্দীগ্রামের শোভাযাত্রায় অংশ নেবেন শুভেন্দু অধিকারী, খড়্গপুরে শোভাযাত্রায় অংশ নেবেন দিলীপ ঘোষ, কলকাতায় শোভাযাত্রায় অংশ নেবেন সুকান্ত মজুমদার, এছাড়াও ব্লকে ব্লকে, জেলায় জেলায় রামনবমী পালনের জন্য বিশ্ব হিন্দু পরিষদকে সব রকম সহযোগিতা দেবে বিজেপির জেলা নেতারা। 2018 সালের লোকসভা নির্বাচনের এক বছর আগেও রাম নবমীতে জোর দিয়ে রাস্তায় নেমেছিলেন বিজেপি নেতারা, ফের 2024 এর লোকসভা নির্বাচনের আগে রাম নবমীতে নজর বিজেপির।

ইতিমধ্যেই বিশ্ব হিন্দু পরিষদের সঙ্গে সমন্বয় বৈঠক হয়ে গেছে বিজেপির, রামনবমী থেকে হনুমান জয়ন্তী টানা কর্মসূচিতে থাকবেন বিজেপি নেতারা।