Date : 2024-04-25

“শাক দিয়ে মাছ ঢাকা যায় না” সহকারী শিক্ষক নিয়োগ মামলায় মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

ষষ্ঠী চট্টোপাধ্যায়, সাংবাদিক:- নবম দশম শ্রেণীর সহকারী শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় সিবিআই আদালতে প্রাথমিক রিপোর্টে জানালো তারা
FIR করেছেন।

গতকাল বৃহস্পতিবার একক বেঞ্চের নির্দেশের প্রেক্ষিতে FIR দায়ের করা হয়েছে। উপদেষ্টা কমিটির সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য আজকে নোটিশ পাঠানো হয়েছে।

এস পি সিনহার আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য শুক্রবার আদালতে বলেনসবাই চাইছে সব মামলা আপনার এজলাসে হোক। মানুষ বলছিতদিন দাবাং পলিশ দেখেছি দাবাং জজ দেখছি , হালকা মেজাজে জানান শান্তি প্রসাদ সিনহার

” আমি তো শুনলাম আমার ছবি নিয়ে লোকে জিজ্ঞাসা করছে, এই বিচারপতি কোথায় বসেন ? “তবে সাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করতে এলে আমি আইনের সাহায্য নিয়ে সাক মাছ আলাদা করবো ” – হেসে জানালেন বিচারপতি গাঙ্গুলি।

” এটা অত্যন্ত দুঃখের বিষয় যে বিচারপতির বিরুদ্ধেও বিক্ষোভ দেখানো হচ্ছে। বিচারপতি হবার আগে কর সঙ্গে তার যোগাযোগ ছিল সেই সূত্র টেনে এনে বিক্ষোভ দেখান হচ্ছে” – বিকাশ রঞ্জন ভট্টাচার্য

শুনানি শেষে শেষ সোমবার এই মামলার পরবর্তী শুনানি জানিয়ে দিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের