Date : 2024-04-26

শ্রীলঙ্কায় নতুন মন্ত্রীসভা

পৌষালী সেনগুপ্ত, নিউজ ডেস্ক নতুন মন্ত্রিসভা গঠন করলেন শ্রীলঙ্কা প্রেসিডেন্ট।শ্রীলঙ্কায় আর্থিক বিপর্যয়ের কারণে পদত্যাগ করেছিল গোটা মন্ত্রিসভা।প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে এবং প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের পদত্যাগ চেয়ে বিক্ষোভ দেখিয়েছেন শ্রীলঙ্কার নাগরিকরা।সতেরো জন মন্ত্রীকে নিয়ে নতুন ক্যাবিনেট গঠন করা হয়েছে বলে জানা গিয়েছে।বেশ কিছু তরুণ মুখকে সুযোগ দেওয়া হয়েছে নতুন ক্যাবিনেটে।ক্যাবিনেট গঠনের পরে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে বিশেষ বার্তা দেন নতুন মন্ত্রীদের। মন্ত্রিত্ব মানেই সুযোগ সুবিধা নেওয়া নয়। মন্ত্রীদের ওপর অনেক দায়িত্ব থাকে।নতুন মন্ত্রীরা নিজেদের ক্ষমতার অপব্যবহার করবেন না, এমনটাই আশা করেন তিনি। দেশের অধিকাংশ সংস্থা আর্থিক দুর্দশায় ভুগছে, সে কথা উল্লেখ করেন প্রেসিডেন্ট।দেশের তরুণদের বার্তা দিয়ে তিনি বলেন “নতুন মন্ত্রীদের সমর্থন করুন সকলে।” মনে করা হচ্ছে, রাজাপক্ষে পরিবারের প্রতি বাড়তে থাকা জনরোষ সামলাতেই এই পদক্ষেপ নিয়েছেন গোতাবায়া।

নতুন ক্যাবিনেটের দিকে এই বিপর্যয়ের দায় ঠেলে দিতে পারেন প্রেসিডেন্ট, এমন ধারণাও করছেন অনেকে। ঋণদাতাদের অর্থ ফেরত দেওয়া সম্ভব নয় তাদের পক্ষে এই কথা পরিষ্কার করে দিয়েছে শ্রীলঙ্কা প্রশাসন।আগেই নিজেদের দেউলিয়া করে দিয়েছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কায় এখন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অনেক বেশী।এক কথায় আকাশছোঁয়া।অন্ধকারে ডুবে রয়েছে শ্রীলঙ্কা। প্রতিবেশী দেশ শ্রীলঙ্কার দুর্দিনে পাশে দাঁড়িয়েছে ভারত। প্রায় দেড় হাজার কোটি টাকা ঋণ দিয়েছে ভারত।এই পরিস্থিতির মোকাবিলা করে নতুন মন্ত্রিসভা ঘুরে দাঁড়াবে, আশাবাদী শ্রীলঙ্কাবাসী।তবে শ্রীলঙ্কার নাগরিক এই নতুন মন্ত্রীসভাকে কতটা মেনে নেবে তা নিয়েই রয়েছে প্রশ্ন।