Date : 2024-04-18

সিপিএমের ধাঁচে এবার বিজেপিতে সর্বক্ষণের কর্মী নিয়োগ, টার্গেট ২০২৪

সুচারু মিত্র, সাংবাদিক:- সংগঠন নিয়ে এবার বিজেপি আরও সক্রিয় হতে চাইছে, ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে এবার সংগঠনের ভিত মজবুত করতে সর্বক্ষণের কর্মী নিয়োগে জোর দিল বিজেপি। হোলটাইমার নিয়োগ করতে ইতিমধ্যেই এগোতে শুরু করেছে বিজেপি।
প্রাথমিকভাবে 500 সর্বক্ষণের কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে বিজেপির। কলকাতা, দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে বিজেপির হোলটাইমাররা কাজ করবে। একেবারে সিপিএমের কায়দায় দলে সর্বক্ষণের কর্মী নিয়োগ করে সংগঠনের ভিত মজবুত করতে মরিয়া বিজেপি। মাসিক ভাতাও দেওয়া হবে সর্বক্ষণের কর্মীদের, মাসে ৫৫০০ থেকে ৬০০০ টাকা পর্যন্ত ভাতার ব্যবস্থা করা হবে। বিধানসভা নির্বাচনের পর থেকেই বিজেপির সংগঠন অবস্থা ভীষণ খারাপ, তাই এবার ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সর্বক্ষণের কর্মীরাই হতে চলেছে বিজেপির হাতিয়ার। কেন্দ্রীয় নেতৃত্বের অনুমতি পেয়েছে বঙ্গ বিজেপি। মূলত আরএসএস ঘনিষ্ঠ বিজেপি কর্মীদেরকেই বিজেপির সর্বক্ষণের কর্মী হওয়ার ক্ষেত্রে দেওয়া হবে অগ্রাধিকার।

চলতি মাস অর্থাৎ এপ্রিল মাসজুড়ে চলবে সর্বক্ষণের কর্মী খোঁজার প্রক্রিয়া, বাছাইয়ের পর হোলটাইমার ফর্মে স্বাক্ষর করবেন বিজেপি কর্মীরা। একসময় বামেরা এই ধরনের সংগঠন করে দলকে বিস্তারের জায়গায় নিয়ে গিয়েছিল, এবার গেরুয়া শিবির ও একই পথে হাঁটতে চলেছে গেরুয়া শিবির।