Date : 2024-04-19

হাঁসফাঁস গরমে তৃষ্ণা মেটাচ্ছে রাস্তার ধারে রাখা ফ্রিজ। ফ্রিজ খুলে গলা ভেজাচ্ছেন পথচলতি মানুষ। বিনামূল্যে ঠান্ডা জল

শাহিনা ইয়াসমিন, সাংবাদিক:- চল্লিশ ছুঁই ছুঁই তাপমাত্রায় নাজেহাল দক্ষিণবঙ্গ। হাঁসফাঁস গরমে তৃষ্ণা মেটাতে রাস্তার উপর রেফ্রিজারেটর বা ফ্রিজ বসালেন এক যুবক। সেই ফ্রিজ খুলে গলা ভেজাচ্ছেন পথচলতি মানুষ থেকে এলাকাবাসী।
রাস্তা দিয়ে গাড়ি বাইক যাচ্ছে। তারই মাঝে রাখা রয়েছে আস্ত একটা রেফ্রিজারেটর বা ফ্রিজ।

ফ্রিজ খুলে ঠান্ডা জলে গলা ভেজাচ্ছেন পথচলতি মানুষ থেকে এলাকাবাসীও। ফ্রিজের গায়ে লেখা বিনামূল্যে ঠান্ডা পানীয়। অনেকে আবার বোতল ভর্তি জল রেখেও যাচ্ছেন। চাঁদিফাটা গরমে যখন হাঁসফাঁস করছে কলকাতা তখন এমন ছবি দেখা গেল আলিমুদ্দিন স্ট্রিটে। গরমের হাত থেকে মানুষকে কিছুটা স্বস্তি দিতে রাস্তার ধারে ফ্রিজ রেখেছেন আলিমুদ্দিন স্ট্রিটের বাসিন্দা তৌসিফ রহমান। হাওয়া অফিস বলছে তাপমাত্রা বাড়বে। বৃষ্টিরও দেখা নেই। এই পরিস্থিতিতে তৌসিফ রহমানের বিনামূল্যে ঠান্ডা জলের ব্যবস্থা হাসি ফুটিয়েছে পথচলতি মানুষের মুখে। তৃষ্ণার্ত মানুষকে স্বস্তি দিতে তার এই উদ্যোগ যত ছোটই হোক, তার এই প্রচেষ্টাকে সাধুবাদও জানাচ্ছেন স্থানীয়রা।