Date : 2024-03-28

হাসপাতালে ভর্তি পেলে, মন খারাপ ফুটবলপ্রেমীদের

মৈনাক মিত্র, সাংবাদিক : হাসপাতালে ভর্তি ফুটবল সম্রাট পেলে। কোলোন ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন পেলে। এরপর থেকেই তার চিকিৎসা চলছিল। ফের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হলেন ব্রাজিলিয়ান ফুটবলের মহাতারকা। কয়েকদিনের মধ্যে সাও পাওলোর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে যাবেন ব্রাজিলিয়ান কিংবদন্তী। সেপ্টেম্বর 2021 সালেই পেলের কোলনে একটি টিউমর ধরা পড়ে। এরপর থেকে প্রায়শই হাসপাতালে যেতে হল বিশ্বের সর্বকালে সেরা ফুটবল তারকাকে।

সপ্তাহের শুরুতেই হাসপাতালে ভর্তি হতে হয় ব্রাজিলিয়ান কিংবদন্তীকে। হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে পেলের শারিরিক অবস্থা এখন স্থিতিশীল। শেষ কয়েক বছরে বারবার ছুড়ি কাঁচির তলায় যেতে হয়েছে বিশ্বের সর্বকালের শ্রেষ্ঠ ফুটবল শিল্পিকে। হাঁটাচলা করতেও যথেষ্ট কষ্ট হয় পেলের। ফেব্রুয়ারিতে ইউরিনারি ইনফেকশনের জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন পেলে। তার শারিরিক অবস্থা আপাতত স্থিতিশীল হলেও পেলের বয়স ৮১ বছর হয়ে যাওয়ায় চিকিৎসকদের কাছে প্রধান চিন্তার কারন।বার্ধক্যজনিত অন্যান্য সমস্যা। ফুটবল সম্রাটের অসুস্থতার খবর স্বভাবতই মন খারাপ ব্রাজিল তথা বিশ্বের ফুটবলপ্রেমীদের।