Date : 2024-03-29

২৫ টি অসম্পূর্ণ আগ্নেয়াস্ত্র সহ এসটিএফের হাতে গ্রেফতার ৬

সঞ্জনা লাহিড়ী, রিপোর্টার: ঝাড়খণ্ডের দুমকায় অস্ত্র কারখানা থেকে কলকাতা পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার ৬। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অসম্পূর্ণ আগ্নেয়াস্ত্র। ধৃতদের ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হবে।

গত ২২ শে মার্চ কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স গ্রেফতার করে রাজেন্দ্র প্রসাদ ওরফে শেখ মকবুল ওরফে মকবুল হুসেনকে। তাঁর কাছ থেকে উদ্ধার করা হয় একটি 7mm পিস্তল। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে দফায় দফায় জেরা করা হয়। তার কাছ থেকেই পাওয়া যায় দুমকার অস্ত্র কারখানার সন্ধান। বিষয়টি জানা মাত্রই ঝাড়খণ্ডে অভিযান চালায় এসটিএফের একটি দল। পুলিশের অভিযানের সময় কারখানতেই কর্মরত ছিল ৬ জন। হাতেনাতে গ্রেফতার করা হয় তাঁদের। ধৃতদের মধ্যে ছিলেন এক মহিলাও। উদ্ধার করা হয় ২৫টি অসম্পূর্ণ 7mm পিস্তল। এছাড়াও কারখানায় তল্লাশি চালিয়ে পাওয়া যায় প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্রের অংশ। উদ্ধার হয় মাইলিং মেশিন, ড্রিলিং মেশিন গ্রাইন্ডিং মেশিন, লেদ মেশিন সহ বিভিন্ন যন্ত্রপাতি। ধৃতরা সকলেই বিহারের মুঙ্গেরের বাসিন্দা। অভিযুক্তদের সোমবার ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে এই চক্রের মূল পান্ডার হদিশ পেতে চাইছে পুলিশ বলে সূত্রের খবর।