Date : 2024-04-20

AFC কাপে অনবদ্য জয় ATK মোহনবাগানের

মৈণাক মিত্র, সাংবাদিক : এএফসি কাপের ম্যাচে ঢাকা আবাহনীকে 3-1 গোলে হারিয়ে দিল এটিকে মোহনবাগান। যুবভারতীকে একাই মোহনভারতী বানিয়ে দিলেন ডেভিড উইলিয়াম্স। তার হ্যাটট্রিকের সুবাদেই পদ্মাপারের ক্লাবকে 3-1 গোলে হারাল সবুজ মেরুন শিবির। ম্যাচের শুরু থেকেই ঢাকার দলের ওপর চাপ বজায় রেখেছিল হুগো বোমাস, জনি কাউকোরা। গোটা ম্যাচেই মাঝমাঠের দখল ছিল সবুজ মেরুন ফুটবলারদের পায়ে। সেই কারনেই বলের সাপ্লাই পেতে খুব বেশি অসুবিধা হয়নি মোহনবাগানের অস্ট্রেলিয়ান স্ট্রাইকার ডেভিড উইলিয়ামসের। মূহূর্মূহূ আক্রমন শনাতে থাকে বাগান। এরকমই এক আক্রমন থেকে জনি কাউকোর পাসে পা ঠেকিয়ে মোহনবাগানকে ম্যাচের 6 মিনিটেই এগিয়ে দেন ডেভিড উইলিয়ামস।

এরপর ম্যাচের 30 মিনিটে প্রবীর দাসের ডানপ্রান্ত থেকে বাড়ানো বল জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুন করে যুবভারতীতে সবুজ মেরুন ঝড় তুলে দেন বাগানের নয়নের মণী। প্রথমার্ধে 2-0 গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধের শুরুতে অবশ্য কিছুটা ফোকাস নষ্ট হয় জুয়ান ফেরান্ডোর ছেলেদের। সেই সুযোগে ঢাকার দলের কোস্টা রিকান স্ট্রাইকার ড্যানিয়েল কোলিনড্রেস গোল করে ব্যবধান কমান। তবে এরপর আবারও ম্যাচের চালিকাশক্তি নিজের হাতে নিয়ে নেন জুয়ান। কয়েকটি পরিবর্তন করে মাঝমাঠের ফের দখল নেন সবুজ মেরুন কোচ। ম্যাচের শেষ লগ্নে 85 মিনিটে দলের তৃতীয় এবং নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করে এএফসি কাপে টানা দুই ম্যাচে জয় নিশ্চিত করে দেন সবুজ মেরুনের অজি স্ট্রাইকার। রয় কৃষ্ণা না থাকলেও, হুগো বোমাস, জনি কাউকোরা বুঝিয়ে দিলেন এই এটিকে মোহনবাগান দলে কেউ অপরিহার্য নয়। আর দলের সব থেকে বড় ইউএসপি দলগত সংহতী। ম্যাচ শেষে বেশ খোশ মেজাজেই মাঠ ছাড়তে দেখা গেল সবুজ মেরুন কোচ, ফুটবলার, সমর্থকদের।