Date : 2022-10-02

প্রয়াত চিবুজোর, শোকের ছায়া ময়দানে


কলকাতার ময়দান দাপানো প্রাক্তন নাইজেরিয় ফুট঵লার চিবুজোর প্রয়াত। হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র 55 বছর বয়সেই প্রয়াত চিবু। নিয়মিত শরীরচর্চা করতেন। তেমন কোনও সমস্যাও ছিলনা। হঠাত্ই হৃদরোগে আক্রান্ত হন।সেখানেই সব শেষ। চিকিতসকরা সুযোগই পেলেন না কলকাতা ময়দানের তিন প্রধানেই দাপিয়ে খেলা এই ফুটবলারকে বাঁচাতে।

কলকাতা ময়দানে একটা সময় দাপিয়ে খেলেছেন এই নাইজেরিয় ফুটবলার। প্রথম বিদেশি ফুট঵লার হিসেবে তিনি ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহমেডান, কলকাতার তিনটে ব়ড় ক্লাবেই খেলার নজির গড়েছিলেন। 1986 সালে ইস্টবেঙ্গলের যোগদানের পর মহমেডান ও মোহনবাগানেও খেলেছিলেন চিবুজোর। জিতেছিলেন জাতীয় পর্যায়ের একাধিক ট্রফি। সেই চিবুই আর নেই,মন খারাপ ময়দানের।