Date : 2024-04-25

অতি তাপপ্রবাহের থেকে ছোট স্কুল পড়ুয়াদের স্বস্তি দিতে পাশে দাঁড়ালেন তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সম্রাট তপাদার

ওয়েব ডেস্ক ঃ গরমের হাত থেকে পড়ুয়াদের বাঁচাতে ক্লাসগুলি সকালে এগিয়ে আনতে নির্দেশিকা দিয়ে জানিয়েছে শিক্ষা দফতর। প্রাথমিক, এসএসকে, এমএসকে, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক সব স্তরে সকালে ক্লাস চালু করতে হবে। সকালে ক্লাস চালু করা না গেলে, স্বাস্থ্য অফিসারদের সঙ্গে কথা বলে পড়ুয়াদের সুরক্ষায় যাবতীয় পদক্ষেপ করতে হবে, জানিয়েছে স্কুল শিক্ষা দফতর। শহরের তাপমাত্রা বেড়েছে পাল্লা দিয়ে। বৃষ্টির দেখা নেই। আগামী কয়েক দিনে তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পশ্চিমের জেলায় বইবে লু। যদিও বৃষ্টির কারণে তুলনামূলক স্বস্তির আবহাওয়া উত্তরবঙ্গে। গরমে নাভিশ্বাস অবস্থা দক্ষিণবঙ্গবাসীর। দক্ষিণের ২-১ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও সার্বিক চিত্রে বৃষ্টিশূন্য দক্ষিণবঙ্গ।

এরই মাঝে অতি তাপপ্রবাহের থেকে ছোট স্কুল পড়ুয়াদের কিছুটা স্বস্তি দিতে ব্যারাকপুর 2 নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী সম্রাট তপাদার আজ কালিয়ানিবাস প্রাইমারি স্কুলের ২৩৫ জন ছাত্র ছাত্রীদের হাতে তুলে দেন ঠান্ডা পানীয় গ্লুকোন-ডি ড্রিংক স্বাভাবিক ঠান্ডা পানীয় পেয়ে বাচ্চারা খুব আনন্দিত এবং আনন্দিত স্কুলের শিক্ষক, শিক্ষিকা, অভিভাবকরা । সম্রাট জানান ব্যাক্তিগত এই প্রয়াস যতটা সম্ভব চালিয়ে যাব।