Date : 2024-04-24

নয়ডায় বাড়ছে সংক্রমণ, বন্ধ একাধিক স্কুল

রিমিতা রায়, নিউজ ডেস্ক : করোনা সংক্রমণ অনেকটাই নিম্নমুখী। প্রায় সব রাজ্যেই খুলে গিয়েছে স্কুল। সেখানে নতুন করে চিন্তা বাড়াচ্ছে নয়ডা -গাজিয়াবাদ। পরিস্থিতি মোকাবিলায় স্কুল বন্ধ করতে বাধ্য হয়েছে প্রশাসন। জানা গিয়েছে, গত ৪৮ ঘণ্টায় বেশ কয়েকজন ছাত্রছাত্রী করোনা আক্রান্ত । তাই নয়ডা এবং গাজিয়াবাদের বেশ কিছু স্কুলে আপাতত স্কুলে পড়ুয়াদের আসতে বারণ করা হয়েছে। সংক্রমণ রুখতে অফলাইন ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রে খবর, গত ৪৮ ঘণ্টায় নয়ডায় ৫৪ জন করোনায় সংক্রমিত। এর মধ্যে অধিকাংশই স্কুল পড়ুয়া। সোমবার গাজিয়াবাদের দুটি বেসরকারি স্কুলের তিন ছাত্রর করোনা পজিটিভ রিপোর্ট আসে। অন্যদিকে নয়ডার একটি স্কুলের তিন শিক্ষক-সহ ১৬ জন করোনায় আক্রান্ত। এতেই আশঙ্কা বাড়ছে স্বাস্থ্য কর্তাদের।এই পরিস্থিতিতে গাজিয়াবাদের ইন্দিরাপুরমের একটি স্কুল তিন দিন বন্ধ রাখা হয়েছে। তাই, এক সপ্তাহের জন্য অনলাইন ক্লাসে ফিরে গেছে নয়ডার স্কুলগুলি। সংক্রমণের শৃঙ্খল ভাঙতেই এই পদক্ষেপ।রাজধানী দিল্লি লাগোয়া এই শহরে কোভিড চিত্র উদ্বেগ বাড়িয়েছে প্রশাসনের।