শনিবার আইপিএলে রয়েছে ডবল হেডার। ভারতীয় সময় বিকেল 3.30টায় মুম্ই ইন্ডিয়ান্সের মুখোমুখি হচ্ছে রাজস্থান রয়্যালস। রাজস্থান দল, একটি ম্যাচ খেলে সেটি জিতেছে। প্রথম ম্যাচে হায়দরাবাদের বিপক্ষে 61 রানে জিতেছে জয়পুরের দল। অধিনায়ক স়ঞ্জু স্যামসন এবং দেবদুত পাডিক্কল যথাক্রমে 55 এবং 41 রান করেন। এখনও পর্যন্ত আইপিএলে 26টি ম্যাচে অশ্য 14 টি ম্যাচ জিতেছে মুম্বই দলই।
রোহিতের মুম্বই ইন্ডিয়ান্স প্রথম ম্যাচেই হেরেছে। তবে অতীত পরিসংখ্যান তাঁদের হয়ে কথা বলছে। ফলে ঘুরে দাঁড়ানোর ম্যাচে পয়েন্ট চাইছে ইষান কিষান, রোহিত শর্মারা। মুম্বইয়ের ড্যানিয়েল সামস, জসপ্রীত বুমরাহ শনিবারের ম্যাচে ছন্দ ফিরে পেতে মরিয়া। শেষ ম্যাচে ইষান কিষানের 81 রানের ইনিংস জলে যায়। এই ম্যাচে তাই বোলারদের থেকে বাড়তি তাগিদের আশায় ইন্ডিয়ান্স থিঙ্ক ট্যাঙ্ক।