Date : 2024-03-29

দিল্লিতে বিদ্যুৎ বিভ্রাটের সতর্কতা

রিমিতা রায়, নিউজ ডেস্ক : শ্রীলঙ্কায় চরমে জালানি সঙ্কটে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল। জ্বালানি দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল ভারত। এবার ভারতের একাধিক রাজ্যে জালানি সঙ্কট দেখা দিয়েছে। এবার রাজধানীতে জ্বালানি কয়লার অভাব। যার ফলে বিঘ্নিত হতে পারে বিদ্যুৎ পরিষেবা। এমনকি, হাসপাতাল ও মেট্রো পরিষেবাও ব্যাহত হতে পারে। বৃহস্পতিবার এমন আশঙ্কাই প্রকাশ করেছে অরবিন্দ কেজরীবালের দিল্লি সরকার। মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থানে জালানি সঙ্কট। এবার দিল্লিও বাদ নেই। দিল্লিতে এমন পরিস্থিতি যে কোনও মুহুর্তে অন্ধকারে ঢেকে যেতে পারে রাজধানী। সরকারের তরফে বিদ্যুত বিভ্রাট ও লোডশেডিং-এর সতর্কতা জারি করা হয়েছে। জাতীয় তাপ বিদ্যুৎ কর্পোরেশনের অধীনে থাকা দাদরি ও ঝাজ্জরের বিদ্যুত কেন্দ্র দুটি প্রধাণত তৈরি হয়েছিল রাজধানী দিল্লির চাহিদা পূরণের লক্ষ্যে।

বর্তমান পরিস্থিতিতে এই দুই বিদ্যুৎকেন্দ্র থেকেও আশঙ্কার খবর শোনানো হচ্ছে। এই দুই বিদ্যুতকেন্দ্র থেকে জানানো হয়েছে, খুবই কম সংখ্যক কয়লা মজুত রয়েছে। দ্রুত কয়লার জোগান না হলে বিদ্যুতের চাহিদা মেটানো সম্ভব নয়। বৃহস্পতিবার দিল্লির বিদ্যুৎমন্ত্রী সত্যেন্দ্র জৈন একটি জরুরি বৈঠক করেন। সেখানে বিদ্যুৎ ঘাটতি মেটাতে কী কী করা যায় তা নিয়ে আলোচনা হয়। দিল্লিতে পর্যাপ্ত কয়লা মজুতের অনুরোধ জানিয়ে কেন্দ্রকে চিঠিও দিয়েছেন তিনি। একটি বিবৃতিতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের সরকার জানায়, ২৪ ঘণ্টা বিদ্যুৎ পরিষেবা নাও মিলতে পারে। সেই তালিকায় রয়েছে দিল্লি মেট্রো এবং রাজধানীর সমস্ত সরকারি হাসপাতালও। দিল্লির সরকারের তরফে পরিস্থিতির নজর রাখা হচ্ছে। বিদুত বিভ্রাটের জেরে যাতে সাধারণ মানুষের সমস্যা না হয় সেদিকে নজর রাখছে প্রশাসন।