Date : 2024-04-18

রাম নবমী কি ও কেন?

সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক: দেশ জুড়ে পালিত হচ্ছে রাম নবমী। চৈত্র মাসে বাসন্তী পুজোর নবমী তিথিতে এই বছর পালিত হচ্ছে রাম নবমী। বসন্তকালের দুর্গাপুজোয় মূলত রাম নবমী হয়। তবে কেন এই তিথিতে কেন হয় রাম নবমী? এই প্রশ্ন ভিড় করে বহু মানুষের মধ্যেই।
হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম জনপ্রিয় উৎসব রাম নবমী। উত্তর ভারতে রাম নবমীর জনপ্রিয়তা কয়েকগুন বেশি অন্যান্য রাজ্যের তুলনায় যদিও বর্তমানে এরাজ্যেও রামনবমীর জনপ্রিয়তা তুঙ্গে। এমনকী বাংলাদেশেও রাম নবমী পালন হয়ে থাকে সাড়ম্বরে। ভগবান রামের উল্লেখ যে শুধুমাত্র প্রাচীন হিন্দু গ্রন্থে পাওয়া যায় তা নয়, জৈন এবং বৌদ্ধ ধর্ম গ্রন্থেও ভগবান রামের উল্লেখ রয়েছে। অত্যন্ত শুভ এই তিথি পালন হয়ে আসছে যুগ যুগ ধরে। বিষ্ণুর দশাবতারের সপ্তম অবতার রাম মানবীয় রূপে এই তিথিতেই জন্মেছিলেন বলে মতবাদ আছে। পুরানে কথিত রয়েছে, তাঁর জন্ম হয়েছিল অসুর রাজ রাবনকে নিধনের উদ্দেশ্য। রাবণকে ভগবানদের বিরুদ্ধে বর দেওয়া হয়েছিল, কোনও দেবতা তাঁকে বধ করতে পারবে না। তাই বিষ্ণু মানুষ রূপে পৃথিবীতে জন্ম নিয়েছিলেন।পৃথিবীতে ধর্ম রক্ষার জন্য রাম রাবণ কে হত্যা করেছিলেন। রামের জন্ম এই দিনে হয়েছিল বলে এই তিথিতে রাম নবমী পালন করা হয়। পুরাণ অনুযায়ী, সমাধি নামক বৈশ্যের সঙ্গে মিলে রাজা সুরথ বসন্তকালে ঋষি মেধসের আশ্রমে দেবী দুর্গার আরাধনা করেন। যা পরে বাসন্তী পুজো নামে প্রসিদ্ধ হয়। দেবী দুর্গার প্রথম পুজোরী হিসাবে চণ্ডীপুরানে রাজা সুরথের উল্লেখ রয়েছে। এই বাসন্তী পুজোর নবমী তিথিতে জন্ম হয় রামচন্দ্রের। রামের জন্মস্থান অযোধ্যায় ধুমধাম করে পালিত হয় রামনবমী।