Date : 2024-04-25

ইউক্রেনকে স্পেনের সাহায্য

পৌষালি সেনগুপ্ত, নিউজ ডেস্ক:-রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অভিনব প্রতিরোধ গড়ে তুলেছে কিভ। এবার যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে এক জাহাজ গ্রেনেড ‘উপহার’ দিলেন স্পেনের রানি। সেই সঙ্গে একটি চিঠি। যে চিঠিতে রয়েছে জেলেনস্কির জন্য জয়ের আগাম শুভেচ্ছা। চিঠিতে লেখা রয়েছে ”আপনাদের জয়ের শুভেচ্ছা। ভালবাসা-সহ লেটিসিয়া।”ইউরোপের বিরুদ্ধে ‘জ্বালানিকে’ তুরুপের তাস হিসাবে ব্যবহার করেছে রাশিয়া।পোল্যান্ড এবং বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করতেই নড়েচড়ে বসেছে ইউরোপ। এদিকে ভারতের এপর চাপ বাড়িয়ে যাচ্ছিল আমেরিকা। জ্বালানি নেওয়া বন্ধ করার জন্য। কিন্তু ভারতের তরফে স্পষ্টই জানিয়ে দেওয়া হয়েছে তারা রাশিয়ার থেকে জ্বালানি আমদানি করবে। গোটা ইউরোপের দেশের ওপর শর্ত চাপিয়ে দেয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমনকি সেই শর্ত না মানলে গ্আযসের জোগান বন্ধ করে দেওয়ারো হুঁশিয়ারি দেবন তিনি। রাশিয়ার এই পদক্ষেপে রীতিমতো ক্ষুব্ধ ইউরোপীয় ইউনিয়ন। ইইউ প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েন কড়া ভাষায় অভিযোগ জানিয়েছেন যে, জ্বালানি জোগান নিয়ে ইউরোপকে ব্ল্যাকমেল করছে রাশিয়া।গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। পালটা প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নেতৃত্বে প্রত্যাঘাত হানে ইউক্রেনীয় ফৌজ। প্রথমে মনে করা হয়েছিল অনায়াসেই কিভ দখল করে ফেলবে পুতিন বাহিনী। কিন্তু যতই সময় গিয়েছে, তত পরিষ্কার হয়েছে কাজটা ততটা সহজ হবে না রাশিয়ার জন্য। যুদ্ধে পশ্চিমী দেশগুলি অবশ্য সেনা পাঠায়নি। কিন্তু অস্ত্র সাহায্য করেছে ইউরোপের বহু দেশ। এবার গ্রেনেড উপহার দিল স্পেনও।রাশিয়ার এই আগ্রাসনে যে সকলেই ক্ষুব্ধ তা বলার অপেক্ষা রাখে না। সরাসরি না বললেও কাজের মাধ্যমে তাঁরা বুঝিয়েই দিয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট তাঁর দলবল নিয়ে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন বলেও জানিয়ে দিয়েছেন। শেষ হাসি কে হাসবে তা সময় বলবে।