Date : 2024-04-24

এবার ট্রেনের শৌচালয় নজর রাখবে ভারতীয় রেল

রুমঝুম সামন্ত, নিউজ ডেস্ক:- কথায় কথায় শোনা যায় দূরপাল্লার ট্রেন মানেই শৌচালয় ব্যবস্থা খুব খারাপ। নোংরা, আবর্জনা, বর্জ্য পদার্থ, দুর্গন্ধ এগুলোতো রয়েছেই সঙ্গে প্রয়োজনীয় জল এর ব্যবস্থাও থাকে না অনেক সময়। এবার দূরপাল্লার ট্রেনের শৌচালয়ে নজর রাখবে ভারতীয় রেল। নজরদারির প্রথম ধাপে রেল বোর্ড খেয়াল রাখবে। শৌচালয়ের কমোডে কোনো যাত্রী চাতের কাপ, খাবারের প্যাকেট, ন্যাপকিন, খবরের কাগজ, পলিব্যাগ এছাড়া অন্যান্য আবর্জনা ফেলছে কিনা তা খেয়াল রাখবে। যাত্রীদের আবেদন জানানো হবে যাতে এই ধরনের কাজ কেউ না করে। কিন্তু এই ধরনের কাজ যদি কেউ করে থাকে তাহলে তাহলে তাকে জরিমানা পর্যন্ত দেওয়া হতে পারে। রেলের এই সতর্কতা মূলক প্রচার বার্তা ট্রেনের শৌচালয় -এর বাইরে এবং ভিতরে পোষ্টার লাগানো হবে। ট্রেনের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা যাত্রীদের ওপর নজর রাখবেন।

শৌচলয়ে যাওয়ার সময় কোনও যাত্রী এই ধরনের কিছু জিনিষ ঢুকছে কিনা সেদিকেও নজর রাখা হবে। এরকম কোনো বিষয় নজরে আসলে প্রয়োজনে যাত্রীদের নিষেধ করা হবে। যদি কোনও যাত্রী না শোনে তাহলে জরিমানা দিতে হবে তাকে। ট্রেনের এই সচেতনতা মূলক প্রচার সোশ্যাল মিডিয়া তেও চালানো হবে। যাতে মানুষ এই বিষয়ে আরও সচেতন হয় সেই কারণেই এই পদ্ধতি অবলম্বন করেছে রেল কর্তৃপক্ষ। এখন ট্রেনের সবই বায়ো টয়লেট। এই টয়লেট পরিচ্ছন্ন রাখার কথা যাত্রীদেরই। কারণ তাঁরাই এটা ব্যবহার করে থাকে। এই পরিচ্ছন্ন টয়লেটের কারণে নিত্য যাত্রীরা নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে । তাই সেই কথা মাথায় রেখেই এবার থেকে ট্রেনের শৌচালয়ে নজর রাখবে ভারতীয় রেল।01:15 PM