Date : 2024-04-20

কাশীপুরে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে ধুন্ধুমার

খাস কলকাতায় বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে ধুন্ধুমার। বৃহস্পতিবার রাত থেকেই নিখোঁজ ছিলেন বিজেপি নেতা। শুক্রবার কাশীপুরে রেল কোয়ার্টারের একটি পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার হয় বছর 26-এর অর্জুন চৌরাসিয়ার দেহ। অর্জুনকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ পরিবারের। ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছে পরিবার এবং বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতার অস্বাভাবিক মৃত্যুতে ধুন্ধুমার উত্তর কলকাতার কাশীপুরে। বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অভ্যর্থনা জানাতে একটি বাইক র্যালির আয়োজনে ব্যস্ত ছিলেন তিনি। পরিবারের দাবি, বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ ছিলেন অর্জুন। শুক্রবার সকালে টালা ব্রিজের কাছে রেল কোয়ার্টারে একটি পরিত্যক্ত ঘর থেকে অর্জুনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘর থেকে কোনও সুইসাইড নোট মেলেনি। অর্জুনকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ পরিবারের। দীর্ঘক্ষণ দেহ আটকে রাখেন মৃতের আত্মীয় ও বিজেপি নেতারা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপি নেতা কর্মীরা। অবশেষে দেহ নিয়ে যায় পুলিশ। পরিবারের সম্মতি ছাড়া জোর করে বিজেপি নেতার দেহ নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে বলে অভিযোগ বিজেপি নেতা কল্যণ চৌবের।

মৃত্যু ঘিরে ব্যাপক রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। অর্জুন চৌরাসিয়ার মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি তুলেছে পরিবার ও বিজেপি। অন্যদিকে শাসকদল তৃণমূল কংগ্রেসের দাবি, বিজেপির হাতে আন্দোলনের কোনও ইস্যু নেই। তাই অমিত শাহর সফরের মাঝে অর্জুন চৌরাসিয়ার মৃত্যু নিয়ে বিজেপির সক্রিয়তার পিছনে রাজনৈতিক পরিকল্পনা থাকতে পারে বলে মনে করছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এলাকায় গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয় কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষকে। তাঁর দাবি গত পুর নির্বাচনে তৃণমূলের হয়ে কাজ করেছিলেন অর্জুন চৌরাসিয়া। এই মৃত্যুতে অযথা রাজনৈতিক রঙ লাগাচ্ছে বিজেপি। সবমিলিয়ে কাশীপুরে যুবক মৃত্যু ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় কাশীপুরে। উত্তরবঙ্গ থেকে কলকাতায় ফিরে কাশীপুরে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। চৌরাসিয়ার মৃত্যুতে সিবিআই তদন্ত চান তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় বারের সরকারের বর্ষপূর্তিতে রাজনৈতিক হত্যার ঘটনা নিন্দনীয় বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।