Date : 2024-04-18

গরমে ত্বকের সমস্যায় মুশকিল আসান আনারস

রিমা দত্ত, নিউজ ডেস্কঃ আনারসের চাহিদা কেবল খাবার পাতেই নয়, রূপচর্চার ক্ষেত্রেও এটি হয়ে উঠতে পারে অনন্য। ত্বকে বয়স ও ক্লান্তির ছাপ দূর করা থেকে শুরু করে তা টানটান ও মসৃণ রাখার ক্ষেত্রেও আনারসের জুড়ি মেলা ভার। আনারসের মধ্যে থাকে আলফা হাইড্রক্সি অ্যাসিড বা এএইচএ। এই উপাদানটি ত্বকের জেল্লা ধরে রাখতে কার্যকর। বিভিন্ন প্রসাধনী সংস্থা তাদের প্রসাধন সামগ্রীতে আনারস ব্যবহার করে এই কারণে।

১) এই ফলে আলফা হাইড্রক্সি অ্যাসিড বা এএইচএ থাকায় আনারস কোলাজেন উৎপাদন করতে সক্ষম। তাই আনারসের রস নিয়মিত মুখে মাখলে ত্বকের বলিরেখা দূর হয়। বয়সের ছাপ পড়ে না। আনারসের ক্কাথ বানিয়ে ত্বকে মিনিট দশেক লাগিয়ে রাখুন। তার পর জল দিয়ে ধুয়ে ফেলুন। জেল্লা ফিরবে ত্বকের।

২) আনারসের অমসৃণ ত্বককে কাজে লাগান স্ক্রাবার হিসেবে। এক টুকরো আনারস নিয়ে সারা মুখে ঘষে নিন। প্রাকৃতিক এই স্ক্রাবার ত্বকের মৃত কোষ ঝরিয়ে ত্বক ঝলমলে করে তোলে।

৩) ব্রণর সমস্যা থাকলে আনারসেই হতে পারে মুশকিল আসান। আনারস, দুধ ও ডিমের কুসুম ভাল করে মিশিয়ে একটি প্যাক তৈরি করুন। সেই মিশ্রণটি মুখে লাগিয়ে মিনিট দশেক রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। ত্বকের আর্দ্রতা ধরে রাখতে ও ঔজ্জ্বল্য বাড়াতে এই ফেসপ্যাকটি বেশ উপকারী। ব্রণ সারাতেও এই প্যাক ব্যবহার করতে পারেন।