Date : 2024-04-25

চ্যাম্পিয়ন্স লিগে দুরন্ত জয় লিভারপুলের

মৈনাক মিত্র, সাংবাদিক : এভাবেও ফিরে আসা যায়, প্রমাণ করে দিল লিভারপুল। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের আওয়ে ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে লিভারপুল এক সময় 2-0 গোলে পিছিয়ে পড়ে। দ্বিতীয় লেগের ম্যাচে ভিয়ারিয়াল শুরুতেই এগিয়ে যায়। 3 মিনিটে বুলায়ে ডিয়া গোল করে ভিয়ারিয়ালকে এগিয়ে দেন। 41 মিনিটে ফের গোল পায় ভিয়ারিয়াল। এবার ব্যবধান 2-0 করেন স্প্যানিশ জায়ান্ট কিলারদের ফ্রানকিস কোকেলিন। প্রথমার্ধে এগিয়ে থেকে লেমন ব্রেকে যায় ভিয়ারিয়াল। দ্বিতীয়ার্ধে ভোল বদলে যায় লিভারপুলের। মাঠে নেমেই অ্যাটাকিং ভঙ্গিতে খেলা শুরু করেন সাদিও মানে, ভার্জিল ভ্যান জিকরা।

ফলস্বরুপ 62 মিনিটেই গোল পেয়ে যায় লিভারপুল। ফ্যাবিনহো গোল করে লিভারপুলের হয়ে ব্যবধান কমান। 67 মিনিটে লুইস ডায়াজ গোল করে সমতায় ফেরান য়ুরগেন ক্লপের দলকে। 71 মিনিটে লিভারপুলের হয় জয়সুচক গোলটি করেন সেনেগালের স্ট্রাইকার সাদিও মানে। 3-2 গোলে দ্বিতীয় লেগের ম্যাচে রুদ্ধশ্বাস জয় পেয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে গেল লিভারপুল। মহম্মদ সালাহ বলছেন ফাইনালে রিয়াল মাদ্রিদকে চান তিনি। কয়েকবছর আগে রিয়াল মাদ্রিদের সঙ্গে লিভারপুল মুখোমুখি হয়েছিল চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে। সেই ম্যাচে হাতে চোট পেয়ে উঠে গেছিলেন মহম্মদ সালাহ। সার্জিও রামোসের প্রফেশনাল ফাউলের জেরে সেদিন আর মাঠে নামতে পারেনি লিভারপুলের মিশরিয় রাজপুত্র। এরপর লিভারপুল চ্যাম্পিয়ন হলেও সেদিনের মধুর প্রতিশোধ নেওয়া হয়নি সালাহর। তাই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদকেই এবার চাইছেন লিভারপুলের লেফট হাফ।