Date : 2024-03-28

তৃণমূলের দালাল পি চিতম্বারাম!হাইকোর্ট থেকে তাড়ালো আইনজীবীরা

ষষ্ঠী চট্টোপাধ্যায়, সাংবাদিক:- প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস পি চিদাম্বরম কে নিয়ে ধুমধুমার কান্ড বেঁধে যায় কলকাতা হাইকোর্টে। তৃণমূলের দালাল, তৃণমূলের দালাল বলে প্রবীণ কংগ্রেস নেতার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় কংগ্রেস সমর্থিত আইনজীবী সেলের আইনজীবীরা।
এরাজ্যে কংগ্রেসের প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেস। সেই তৃণমূল কংগ্রেসের হয়েই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর করা মেট্রো ডায়েরি সংক্রান্ত মামলায় আদালতে সওয়াল জবাবে অংশগ্রহণ করেছেন কেন পি চিদাম্বরম প্রশ্ন তোলেন কংগ্রেস আইনজীবী কৌস্তব বাগচী।

পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ২০২১ সালে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন। রাজ্যের মেট্রো ডিয়ারি সংস্থা লাভজনক থাকলেও সেই সরকারি সংস্থা কে সিঙ্গাপুরের একটি বেসরকারি সংস্থাকে অল্প টাকায় মেট্রো ডেয়ারি শেয়ার বিক্রি করে দেন রাজ্য সরকার বলে অভিযোগ প্রদেশ কংগ্রেস সভাপতি।

মেট্রো ডিয়ারীর মতো লাভজনক সংস্থা কে কেন বিদেশি কোম্পানির হাতে বিক্রি করলেন।ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কে দিয়ে তদন্ত করার আবেদন জানান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। মেট্রো ডিয়ারি মতন লাভজনক সরকারি সংস্থাকে এভাবে কেন কার স্বার্থে অল্প দামে শেয়ার বিক্রি করলেন জানিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন।

গত দেড় বছর ধরে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে বিভিন্ন সময় এই মেট্রো ডিয়ারি সম্পর্কিত মামলার শুনানি চলে যেখানে সুপ্রিম কোর্টের বহু বিশিষ্ট আইনজীবীরা এই মামলায় প্রদেশ কংগ্রেসের হয়ে আদালতে সওয়াল জবাবে অংশগ্রহণ করেন। জানিয়ে তুমুল বিক্ষোভের মুখে পড়তে হয় প্রাক্তন এই কেন্দ্রীয় মন্ত্রী কে।
তবে আজকে যে ঘটনা কলকাতা হাইকোর্টে ঘটে গিয়েছে এর পরে কি ফের শাসকদলের হয়ে আদালতে সওয়াল-জবাবের অংশগ্রহণ করবেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা পি চিদাম্বরম প্রশ্ন আইনজীবী মহলের একাংশের।