Date : 2024-03-28

তৎকালীন প্রধানমন্ত্রীকে গ্রেফতারির নির্দেশ

রুমঝুম সামন্ত, নিউজ ডেস্ক: গ্রেফতারির মুখে শ্রীলঙ্কার প্রাক্তন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষ। দীর্ঘদিন ধরেই আর্থিক সংকটের মধ্যে দিয়েই চলছে শ্রীলঙ্কার জনজীবন। এই আর্থিক সংকটের তীব্র প্রতিবাদ জানাতে শ্রীলঙ্কার সাধারণ মানুষ রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হয়। এই সংকটকালীন পরিস্থিতিতে শাসক দলের একাধিক নেতার বাড়িতে হামলাও হয়েছে। জ্বালিয়ে দেওয়া হয়েছিল মন্ত্রী – সাংসদের বাড়িও। বিক্ষোভের আগুনে পুড়ে মারা গিয়েছিলেন শাসক দলের এক সাংসদ। এই পরিস্থিতিতে দেশের প্রধান মন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষ। ইতিমধ্যেই শ্রীলঙ্কায় নয়া প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রনিল বিক্রমসিংহ। এই আর্থিক সংকটের পরিস্থিতি মোকাবিলা করতেও তিনি প্রস্তুত বলে জানিয়েছেন। যদিও প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পর থেকে মাহিন্দা রাজাপক্ষকে আর দেখা যায়নি। তবে সূত্রের খবর, তিনি নাকি গা ঢাকা দিয়েছেন।

সরকার বিরোধী শান্তিপূর্ণ বিক্ষোভের ওপর আক্রমণের প্ররোচনা দেওয়ার দাবিতে শুক্রবার শ্রীলঙ্কার একটি আদালত রাজাপক্ষ কে গ্রেফতারের নির্দেশ দিয়েছে। সঙ্গে আরও ৬ জনকে গ্রেফতার করার জন্য সিআইডি নির্দেশ দিয়েছে আদালত। তৎকালীন প্রধানমন্ত্রীর বাড়ির সামনে একটি শান্তপূর্ণ প্রতিবাদের জন্য আন্দোলনকারীদের ওপর আক্রমণ চালানো হয়েছিল। রাজাপক্ষের সমর্থকরাই এই আক্রমণ করেছিল বলে জানা যায়। প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে সবর হয়েছিলেন বিক্ষোভকারীরা। সেই কারণেই তাদের ওপর আক্রমণ করা হয়। ১৯৪৮ সালে দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই প্রথম এমন আর্থিক সংকটের শিকার হয় এই দ্বীপরাষ্ট্র। জ্বালানির সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং বিদ্যুতের বিভ্রাটে সাধারণ মানুষের দুর্দশা চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে। এখন দেখার বিষয় দেশের নতুন প্রধানমন্ত্রী এই পরিস্থিতির কতটা সামাল দিতে পারে।