Date : 2024-04-19

দেশের দুই রাজ্যে করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী

রুমঝুম সামন্ত, নিউজ ডেস্ক: দু বছরের বেশি সময় হয়ে গেলেও এখনও বিদায় নেয়নি করোনা ভাইরাস। দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও চিন্তায় রাখেছে ২ রাজ্য। দিল্লি এবং মহারাষ্ট্রে দৈনিক আক্রান্তের সংখ্যা এখনও উদ্বেগজনক। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত 24 ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছে২,৬৮৫ জন। যা গতকালের তুলনায় সামান্য কম। দিল্লিতে আক্রান্ত হয়েছে ৪৪৫ জন। এবং মহারাষ্ট্রে একদিন আক্রান্ত ৫৩৬ জন। দেশে এক দিনে প্রাণ হারিয়েছেন ৩৩জন। এখনও পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৪ হাজার ৫৭২ জন। অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৬ হাজার ৩০৮ জন। করোনা আক্রান্ত রোগীর সংখ্যা নিয়ন্ত্রণে থেকেও সুস্থতার হার আগের তুলনায় অনেক বেশি। পরিসংখ্যান অনুযায়ী জানা যায়, দেশে ৪ কোটি ২৬ লক্ষ ৯ হাজার ৩৩৫ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে ২৪ ঘণ্টায় সেরে উঠেছে ২,১৫৮ জন। সুস্থতার হার ৯৮.৭৫ শতাংশ।
দেশে করোনার টিকা দেওয়া হয়েছে ১৯৩ কোটি ১৩ লক্ষের ও বেশি। গতকাল ভ্যাকসিন পেয়েছে ১৪ লক্ষের বেশি। বিধিনিষেধ উঠে গেলেও কোনও ভাবে যাতে সংক্রমণ না ছড়ায় তাতেও জোর দেওয়া হচ্ছে। অন্যদিকে করোনা রোগীকে চিহ্নিত করতে টেস্টিং এও জোর দেওয়া হচ্ছে। বুস্টার ডোজের দিকেও নজর রাখা হচ্ছে। সবাই যাতে যথাযত সময় এবং সঠিক ভাবে বুস্টার ডোজ নিতে পারে তার দিকেও নজর দেওয়া হচ্ছে। গতকাল দেশে ৪ লক্ষ ৪৭ হাজার ৬৩৭ জনের নমুনা পরীক্ষা হয়েছে।