Date : 2024-04-26

নারী সমস্যা সহায় হতে কলকাতা প্যাডম্যান এর নয়া উদ্যোগ, ন্যাপকিনের সঙ্গে চিরকুটের বার্তা।

শাহিনা ইয়াসমিন, সাংবাদিক: শিশু পাচার দণ্ডনীয় অপরাধ । শিশু নিখোঁজ হলে ফোন করুন এই হেল্প নম্বরে -1098। স্যানিটারি ন্যাপকিন এর ওপর এইভাবে লেখা। আবার কোনোটাই লেখা – এখন বিয়ে নয়, আগে নিজের পায়ে দাঁড়াবো। এই ভাবে স্যানিটারি ন্যাপকিনে লিখে সচেতনতার বার্তা দিচ্ছে কলকাতার প্যাডম্যান বাঁশদ্রোনির বাসিন্দা শোভন মুখোপাধ্যায়। তার ঘরে ঘরে নাপকিনের সঙ্গে জুড়েছে একাধিক সমাজের সমস্যা কেন্দ্রিক বার্তাবহ চিরকুট। তার সঙ্গে রয়েছে ফোন নম্বর। নারিপাচার, শিশু পাচার, বাল্য বিবাহ, শিশুশ্রম থেকে মানুষকে অবগত করতেই এই ধরনের অভিনব উদ্যোগ বলে জানালো প্যাড ম্যান শোভন।

রাজ্যের গ্রামাঞ্চলে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে শোভনের কম দামে প্যাড। সুন্দরবন, মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, মালদা সহ বিভিন্ন জেলায় মেয়েদের হাতে কম দামের প্যাড পৌঁছে দেওয়ার সংকল্প নিয়েছে শোভন। অনেক সময় মেয়েরা সমস্যায় পড়লে কাকে কি করে জানাবে সেটা নিয়ে দ্বিধায় পড়ে। তাই চিরকুটে থাকা নম্বরে অনেকটাই সাহায্য করবে বলে জানাচ্ছেন মহিলারা। একদিকে মহিলাদের ন্যাপকিনের মাধ্যমে শারীরিক ঋতু সমস্যার সমাধান অন্যদিকে ন্যাপকিনের গায়ে থাকা চিরকুটে হেলপ্নম্বরে অনেকটাই শিশু ও মহিলা পাচার আটকাতে পারবে বলে মনে করছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা গুলি।