Date : 2024-04-23

পেট্রল – ডিজেলের দাম কমালো মোদী সরকার, কিছুটা হলেও স্বস্তি সাধারণ মানুষের

শাহিনা ইয়াসমিন, সাংবাদিক: অবশেষে নড়েচড়ে বসেছে কেন্দ্র। আম জনতাকে স্বস্তি দিয়ে পেট্রল-ডিজেলের শুল্কে ছাড় ঘোষণা করল মোদি সরকার। একধাক্কায় পেট্রলে শুল্ক কমিয়ে দেওয়া হল ৮ টাকা। আর ডিজেলে শুল্ক কমানো হল ৬ টাকা। যার ফলে পেট্রলে লিটার প্রতি দাম কমেছে ৯ টাকা ৫০ পয়সা। আর ডিজেলে দাম কমেছে লিটারপ্রতি ৭ টাকা করে। রবিবার থেকেই নয়া দাম কার্যকর হয়েছে। গত বছর নভেম্বর মাসে এবং এবার মিলিয়ে পেট্রল- ডিজেলের মোট শুল্ক কমেছে যথাক্রমে ১৩ টাকা ও ১৬ টাকা। রান্নার গ্যাসের দামের ক্ষেত্রেও বড়সড় স্বস্তি দিয়েছে মোদি সরকার।

যেটা জানা যাচ্ছে, উজ্জ্বলা গ্যাস যোজনার আওতায় যারা আছেন তাদের জন্যে সুখবর। রান্নার গ্যাসে ভরতুকির পরিমাণ বাড়ানো হচ্ছে। সিলিন্ডার প্রতি ভরতুকি পাওয়া যাবে ২০০ টাকা করে। তবে পেট্রল ও ডিজেলের দাম কমাতে খুব একটা খুশি হয়নি একাংশ মানুষ। তাদের বক্তব্য এতো কম দাম কমিয়ে কোন লাভ হবে না। কারণ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কি কমবে। সেই নিয়ে প্রশ্ন তুলেছে অনেকে। তবে অনেক পেট্রল ডিজেল ক্রেতা খুশি হয়েছে। তবে আরও দাম কমালে ভালো হয় বলে কিছু মানুষের মতামত। পেট্রল-ডিজেলের মূল্য বৃদ্ধি নিয়ে বেশ কিছুদিন ধরেই বাম-তৃণমূল-কংগ্রেসরা লাগাতার রাস্তায় নেমেছে। জ্বালানির দামবৃদ্ধির রোষানলে বার বার পড়তে হয়েছে কেন্দ্রিয় সরকারকে। এছাড়া সামনে লোকসভা নির্বাচন। সব কিছুর জেরেই দাম কমিয়েছে মোদী সরকার এমনটাই মত রাজনৈতিক মহলের একাংশের।