Date : 2024-04-23

মে দিবস কি এবং কেন এটি পালিত হয়?

শাহিনা ইয়াসমিন, সাংবাদিক:-

১লা মে দিবস হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। ১লা মে সারা বিশ্বের 80 টিরও বেশি দেশে পালিত হয়।এই দিনটি শ্রমিকদের অধিকার সম্পর্কে জনসচেতনতা বাড়াতে এবং তাদের কৃতিত্বের স্বীকৃতি দেওয়ার জন্য চিহ্নিত করা হয়। আন্তর্জাতিক শ্রমিক দিবস শ্রমিকদের অতীত শ্রম সংগ্রাম এবং শ্রমিকদের অধিকার লঙ্ঘনের উপর আলোকপাত করে। বেশ কয়েকটি দেশ ১লা মে এর দিন সরকারি ছুটি ঘোষণা করেছে। ১লা মে তারিখটির তাৎপর্যপূর্ণ এর কারণ এটি হেমার্কেট দাঙ্গাকে স্মরণ করায়। শিকাগো 1886 সালে একটি শ্রমিক ধর্মঘট হয়। ১ লা মে আট ঘন্টা  সাধারণ ধর্মঘট শুরু হয়। সেই শ্রমিক ধর্মঘটে বোমা হামলা হয়। বিক্ষোভের চার দিন পর অজ্ঞাতপরিচয় ব্যক্তি একটি বোমা নিক্ষেপ করে। বোমা হামলার পরে পুলিশ বিক্ষোভকারীদের উপর গুলি চালিয়। অন্তত চারজন নিহত হয়।

1889 সালে দ্বিতীয় আন্তর্জাতিকের সমাজতন্ত্রী ও কমিউনিস্টরা , সেইসাথে নৈরাজ্যবাদী, শ্রমিক কর্মী এবং সাধারণভাবে সারা বিশ্বে বামপন্থীরা শিকাগোর হেমার্কেট ঘটনাকে স্মরণ করার জন্য ১ লা মে দিবসটিকে আন্তর্জাতিক শ্রমিক দিবসের তারিখ হিসেবে বেছে নিয়েছিল । আট ঘন্টা কর্মদিবসের জন্য সংগ্রাম। আন্তর্জাতিক শ্রমিক দিবসকে “মে দিবস”ও বলা হয়।