Date : 2024-04-24

মে দিবস পালন করা হলো সিটু অফিস,দলীয় পতাকা উত্তোলন করলেন বিমান বসু

শাহিনা ইয়াসমিন , সাংবাদিক: ১৮৮৬ সালের পয়লা মে আট ঘন্টা কাজের দাবীতে আমেরিকার শিকাগোর হে মার্কেট স্কোয়ারে কয়েক হাজার শ্রমিকের ওপর পুলিশ ঝাঁপিয়ে পড়ে। রক্তে ভিজে যায় হে মার্কেট স্কোয়ারের মাটি। ওই সংগ্রামের নেতৃত্বকে গ্রেফতার করে প্রহসনমূলক বিচারের মাধ্যমে ফাঁসি দেওয়া হয়েছিল। পৃথিবীর ইতিহাসে শ্রমিকদের এই সংগ্রাম চিরস্মরণীয়। তাই রাজ্য জুড়ে এই দিনটি পয়লা মে দিবস হিসেবে পালিত হয়ে আসছে। প্রতিবছরের মতো এবছরেও রবিবার সিআইটিইউ রাজ্য দফতর শ্রমিক ভবনে মে দিবস পালন হল। এদিন দলীয় পতাকা উত্তোলন করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ।

শহীদ বেদিতে শ্রদ্ধা জানান তিনি। এছাড়াও উপস্থিত ছিলেন সিআইটিইউ সাধারণ সম্পাদক অনাদি সাহু সহ অন্যান্য নেতৃত্বরা। তৃণমূলের সরকার গড়ে ওঠার পর থেকে দুর্নীতির আশ্রয় নিয়ে সরকার পরিচালনার চেষ্টা চলছে, শাধকদলকে নিশানা বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ।