Date : 2024-04-25

রবিবার আইপিএল ফাইনাল, গুজরাটের মুখোমুখি রাজস্থান

মৈনাক মিত্র, সাংবাদিক ঃ রবিবার আইপিএলের মেগা ফাইনাল। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে গুজরাট টাইটান্স এবং রাজস্থান রয়্যালস। শুক্রবারই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে ফাইনালে উঠেছে রাজস্থান রয়্যালস দল। ইডেন গার্ডেন্সে প্রথম কোয়ালিফায়ারে হারের বদলা নেওয়ার সুযোগ রয়েছে রাজস্থান দলের কাছে। মধুর প্রতিশোধ হবে, নাকি ফের একবার রাজস্থানকে হারিয়ে ফাইনালের ট্রফিও নেবে গুজরাট টাইটান্স শিবির, সেটাই দেখার। দুই মাস আগে যখন আইপিএল শুরু হয়েছিল, তখন কেউ ভাবতে পারেনি হার্দিক পান্ডিয়া এবং সঞ্জু স্যামসন ফাইনালে টস করতে নামবে। যদিও বহু প্রতিভার ছড়াছড়িতেই ফাইনালে উঠেছে দুই দল। গুজরাট দলের মিডল অর্ডারে ডেভিড মিলার, এবং হার্দিক পান্ডিয়া দায়িত্ব নিয়ে খেলছে। ওপেনিংয়েও ভালো শুরু দিচ্ছেন ঋদ্ধিমান সাহা এবং শুভমন গিল। ফাইনালে কোনওভাবেই শুরুতে উইকেট খোয়াতে চায় না গুজরাট।

গত ম্যাচে ইডেন গার্ডেন্সে 190 রানের কাছাকাছি টার্গেটও অতিক্রম করতে পেরেছইল গুজরাট, কারণ হাতে উইকেট ছিল। সেই চেনা শত্রুর বিরুদ্ধে আরও একবার হাতে উইকেট রাখতে মরিয়া হার্দিকরা। অন্যদিকে সঞ্জু স্যামসন, যুজবেন্দ্র চাহাল, রবিচন্দ্রন অশ্বিনরা অনেকাংশেই নির্ভর করছেন জস বাটলারের ব্যাটিংয়ের ওপর। ইংল্যান্ডের বাটলারের বিধ্বংসি মেজাজ অব্যাহত থাকলে রাজস্থানকে আর পিছন ফিরে তাকাতে হবে না। আগের ম্যাচে বোলিংয়ের ক্ষেত্রে যে ভুল গুলো করেছিলেন ট্রেন্ট বোল্ট, প্রসিধ কৃষ্ণারা, সেই ভুলত্রুটি ভিডিও ক্লাসে বুঝিয়ে দিয়েছেন কোচ এবং অধিনায়ক। একই দল নিয়ে আরও শৃঙ্খলাবদ্ধ বোলিং করেই প্রথমবার খেলতে নামা গুজরাটের বিরুদ্ধে মধুর প্রতিশোধ নিতে মুখিয়ে সঞ্জু স্যামসনের রাজস্থান। আবির্ভাবেই চ্যাম্পিয়ন গুজরাট নাকি এক দশকেরও বেশি সময় পর ফের চ্যাম্পিয়ন হবে রাজস্থান, তার উত্তর দেবে রবিবারের সন্ধ্যা।