Date : 2024-03-29

রাজ্যে গরমে ছুটি নিয়ে করা জনস্বার্থ মামলায় রাজ্যের হলফনামা তলব প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের

ষষ্ঠী চট্টোপাধ্যায়, সাংবাদিক:- রাজ্যের গরমের ছুটি নিয়ে করা জনস্বার্থ মামলায় মঙ্গলবার মামলাকারির পক্ষে আদালতে জানানো হয়েছে রাজ্যে সরকার আবহাওয়াবিদ ,আলিপুর আবহাওয়া দফতরের সাথে পরামর্শ না করে পর পর দুটি বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে ২রা মে থেকে ৪৫ভদিন সমস্ত স্কুলে ছুটি থাকবে।
রাজ্যে শিক্ষা দফতরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন গ্রীষ্মের দাবদাহে থেকে ছাত্র ছাত্রীদের পরিত্রাণ দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা সম্পূর্ণ অযৌক্তিক বলে দাবি করেন শিক্ষক সংগঠনের পক্ষ থেকে।

যদিও এদিন রাজ্যের এডভোকেট জেনারেল সৌমেন্দ্রোনাথ মুখোপাধ্যায় জানানিয়েছেন এটা রাজ্যের শিক্ষা দাফতারের বিষয় হলেও ছাত্র ছাত্রীদের কথা মাথায় রেখে রাজ্য সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এই গরমে অসুস্থ হয়ে পড়তে পারেন তাঁরা।ছাত্র ছাত্রীদের সুবিধে অসুবিধে দেখার দায়িত্বে রাজ্যের।

মামলার পরবর্তী শুনানি ১৯শে মে ওই দিনের মধ্যেই রাজ্যের গরমের ছুটির যে মূল বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল তার ব্যাখ্যা আদালতে দিতে হবে।