Date : 2024-04-25

সরকারের অষ্টম বর্ষপূর্তি উপলক্ষে হিমাচলে প্রধানমন্ত্রী

রিমিতা রায়, নিউজ ডেস্ক ঃ কেন্দ্রের বিজেপি সরকারের ৮ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত গরিব কল্যাণ সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হিমাচল প্রদেশের সিমলায় যান প্রধানমন্ত্রী। সিমলায় রোড শো করেন তিনি। সিমলায় প্রধানমন্ত্রী বলেন, কিছু সময় ফাইলে সই করার জন্য প্রধানমন্ত্রীর ভূমিকায় থাকতে হয়। বাকি সময় আমি ভারতের সেবক, দেশের ১৩০ কোটি মানুষের একজন। কেন্দ্রীয় সরকারের ৮ বছর পূর্তি উপলক্ষে সিমলায় গরীব কল্যাণ সম্মেলনে ভাষণ দিতে গিয়ে একথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভাষণে করোনার প্রসঙ্গ নিয়েও কথা বলেন তিনি। করোনা মহামারী মোকাবিলায় তাঁর সরকারের নানা পদক্ষেপ সম্পর্কে বলেন প্রধানমন্ত্রী। তিনি জানান, ভারতে এখনও পর্যন্ত প্রায় ২০০ কোটি ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে। ভারত বিভিন্ন দেশে কোভিড ভ্যাকসিন রপ্তানি করেছে এবং হিমাচল প্রদেশের বাড্ডি শিল্প কেন্দ্র ভ্যাকসিন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার আট বছর পূর্ণ করেছে। প্রধানমন্ত্রী এদিন বলেন, এখন সার্জিক্যাল স্ট্রাইক, এয়ার স্ট্রাইকের গর্ব দেশ। এদিন হিমাচল প্রদেশের সিমলা থেকে প্রধানমন্ত্রী মোদী বলেন, দেশকে সেবা করার সুযোগ পাওয়ার ৮ বছর পূর্তি তাঁর জীবনের একটা বিশেষ দিন। ২০১৪ সালের আগে দুর্নীতিকে সরকারের অপরিহার্য অংশ হিসেবেই দেখা হত,। তবে বিজেপি ক্ষমতায় প্রচুর বদল এসেছে। বিজেপি ক্ষমতায় আসার পর অভ্যাস বদলে গিয়েছে। প্রধানমন্ত্রী বলেন বিজেপি নেতৃত্বাধীন সরকার দুর্নীতি বরদাস্ত করে না আর সেই কারণেই গত আট বছরে ভারতে ব্যাপক পরিবর্তন ঘটেছে। প্রধানমন্ত্রী হওয়ার অষ্টম বার্ষিকী উপলক্ষ্যে সিমলার রিজ ময়দানের সমাবেশে প্রধানমন্ত্রী মোদি বলেন, এখন আমাদের সীমান্তগুলি ২০১৪ সালের আগের চেয়ে বেশি সুরক্ষিত। তিনি জানান, ক্ষমতায় আসার পর তাঁর সরকার বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীদের তালিকা থেকে নয় কোটি ভুয়ো নামও ছাঁটাই করেছে।