Date : 2024-03-28

সুদের হার বাড়ালো আমেরিকার কেন্দ্রিয় ব্যাঙ্ক

রুমঝুম সামন্ত, নিউজ ডেস্ক: তিন বছর পর ঋণের সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ঠিক একই দিনে ঋণে সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আমেরিকার কেন্দ্রিয় ব্যাঙ্কও। শেষ দুমাসের মধ্যে দ্বিতীয় বার বাড়ল সুদের হার। ০.৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে সুদের হার। যা গত ২২ বছরের মধ্যে সর্বোচ্চ। মূল্যবৃদ্ধির হার লাফিয়ে বাড়ার ফলে সুদের হার বাড়়ানোর সিদ্ধান্ত নিল আমেরিকা। এই বছরের মার্চ ও মে মাস মিলিয়ে ০.৭৫ শতাংশ বাড়ল সুদের হার। যা আগামী জুন জুলাইয়ে আরও বাড়তে পারে বলে জানাযায়। পরবর্তী আর্থিক নীতি সংক্রান্ত বৈঠকেই এই নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে মুল্যবৃদ্ধি সম্পর্কে মার্কিন নাগরিকদের ধৈর্য ধরার কথা জানিয়েছেন মার্কিন কেন্দ্রিয় ব্যাঙ্কের প্রধান।

এই বৃদ্ধি যে আকাশ ছোঁয়া হবে না তা বলেও আসস্ত করেছেন তিনি। করোনা কালে বিশ্বের সব দেশেই অর্থনৈতিক সংকটের মুখে পড়েছিল। সেই ধাক্কা সামলাতে না সামলাতেই গত ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হয় রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ। যার ফলে ইউরোপ ও আমেরিকায় অস্থিরতা সৃষ্টি হয়। মূলত কোভিডের পর থেকেই বেড়েই চলেছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। করোনা এবং যুদ্ধ দুইয়ের প্রভাবেই আমেরিকার মূল্যবৃদ্ধি হয়েছে আকাশ ছোঁয়া। যা গত চার দশকের মধ্যে সর্বোচ্চ বলেই দাবী করা হয়। এই পরিস্থিতেই সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিল মার্কিন ব্যাঙ্ক। ভারতে তিন বছর বাদে ব্যাঙ্কগুলিকে দেওয়া সুদের হার বাড়িয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এক ধাক্কায় ৪০ বেসিস পয়েন্টে রেপো রেট বাড়িয়ে দেওয়া হয়। রিজার্ভ ব্যাঙ্কে নতুন রেপো রেট বাড়িয়ে দাড়াচ্ছে ৪.৪০ শতাংশ। আরবিআই গভর্নর জানিয়েছে, মু্দ্রাস্ফীতি নিয়োন্ত্রোনে আনতেই এই রেপো রেট বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।