Date : 2024-04-25

স্বাস্থ্য সাথী কার্ডের হয়রানি! স্থায়ী সমাধান চেয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের

ষষ্ঠী চট্টোপাধ্যায়, সাংবাদিক : প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্ত ও বিচারপতি রাজর্ষি ভারদ্বাজের ডিভিশন বেঞ্চে জুন মাসের দ্বিতীয় সপ্তাহে শুনানি।

রাজ্য সরকারের জনমুখি প্রকল্প স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে এবার কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের।

সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলোতে স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে নানাবিধ সমস্যা হচ্ছে।

সাধারণ মানুষের বেসরকারি হাসপাতালগুলোতে হয়রানির শিকার হতে হচ্ছে স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে।
স্বাস্থ্য সাথী কার্ড সমস্যা নিয়ে সরকারের নজরে আসার পর সরকার ব্যবস্থা গ্রহণ করলেও সেটা নির্দিষ্ট টাইম এর মধ্যেই যাতে স্বাস্থ্য সাথী কার্ড সংক্রান্ত সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য আবেদন জানানো হয়েছে হাইকোর্টে।

রাজ্যের সমস্ত সরকারি বেসরকারি হাসপাতালের বাইরে যাতে স্বাস্থ্য দপ্তর এর পক্ষ থেকে হেলপ দেস্ক করা হয় সেই মর্মে জনস্বার্থ মামলায় আবেদন জানিয়েছেন আইনজীবী শ্রীকান্ত দত্ত।

মামলায় রাজ্য সরকার এবং রাজ্য স্বাস্থ্য দপ্তর কে অন্তর্ভুক্ত করার নির্দেশ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের।